'কিং' ফার্স্ট লুক (ছবিঃX)

ষাটে পা দিলেন বলিউডের (Bollywood) বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। ষাটেও যে অমলিন তাঁর মহিমা তা আরও একবার প্রমাণ করলেন কিং। জন্মদিনের সকালে 'রিটার্ন গিফট' দিয়ে ভক্তদের গালে চওড়া হাসি ফোটালেন তিনি। শুভদিনে মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর ট্রেলার। প্রিয় তারকাকে নয়া অবতারে দেখে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার জোয়ার।

বয়স যে শুধু সংখ্যা মাত্র- তা বারে বারে প্রমাণ করে দেন মিস্টার খান। ভক্তদের মণিকোঠায় একপ্রকার পাকাপাকি রাজত্ব করেন তিনি। ষাটে পা দিয়ে 'ষাট ডাউন' নয় বরং ‘সিলভার ফক্স’ লুকে ধরা দিলেন বাদশাহ। ট্যাটুতে মোড়া শরীর, চোখে সানগ্লাস এক ঝলকেই ভক্তমনে ঝড় তুলল 'কিং'-এর ফার্স্ট লুক। তবে ট্রেলারের ঝলক দেখা বোঝাই যাচ্ছে যে, এবার লাভার বয় এসআরএক নয়, অ্যাকশন মোডেই ধরা দিতে চলেছেন তিনি। ছবির ট্রেলারে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "আজও মনে পড়ে না ঠিক কতগুলো খুন করেছি। আমি হলাম মূর্তিমান আতঙ্ক। এবার শো শুরু হবে...।" সব ঠিক থাকলে আগামী বছরের বড়দিনের সময় মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে পরিচালক লেখেন, "একশোর উপর দেশে তাঁর বদনাম। কিন্তু গোটা দুনিয়া তাঁকে একটাই নামে চেনে কিং। শো শুরু হবে এবার। ২০২৬-এর ক্রিস্টমাসে আসছেন তিনি।"

উল্লেখ্য, এসআরকের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন অভিনেতা অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, এরশাদ ওয়ার্সি, রাঘভ জুয়ালরা। এছাড়া অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে রানী মুখার্জি, দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরকে।

জন্মদিনে 'রিটার্ন গিফট' কিং খানের, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ভক্তদের