লোকার্নো চলচ্চিত্র উৎসবে (Locarno Film Festival) যোগ দেওয়ার জন্যে শুক্রবার সুইজারল্যান্ডের (Switzerland) উদ্দেশ্যে উড়ে গেলেন কিং খান (Shah Rukh Khan )। ৭৭'তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে শাহরুখ খানকে।
জানা যাচ্ছে, অভিনেতার সুদীর্ঘ কর্মজীবনের কৃতিত্বকে পুরস্কৃত করা হবে এই চলচ্চিত্র উৎসবে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অনস্বীকার্য অবদানের জন্য লোকার্নো চলচ্চিত্র উৎসবে বিশেষ মর্যাদাপূর্ণ 'পারদো আল্লা কেরিয়ার' (Pardo alla Carriera) তুলে দেওয়া হবে শাহরুখ খানের হাতে। আগামীকাল ১০ অগাস্ট সন্ধ্যায় পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করবেন অভিনেতা। পরের দিন ১১ অগাস্ট স্পাজিও সিনেমার ফোরামে উপস্থিত থাকবেন বলিউড বাদশা। এছাড়াও লোকার্নো চলচ্চিত্র উৎসব চলাকালীন প্রদর্শিত হবে শাহরুখ খানের দেবদাস (Devdas) ছবিটি। শুক্রবার সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়ে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) ক্যামেরাবন্দি হন অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি।
অভিনেতার পরনে ছিল নীল রঙের জিন্স। সাদা টি-শার্ট তার উপর চাপানো কমলা রঙের জ্যাকেট। চোখে সানগ্লাস। গাড়ি থেকে নেমেই তড়িঘড়ি বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের জন্যে এগিয়ে যান শাহরুখ।
সুইজারল্যান্ডের উদ্দেশ্যে শাহরুখ...
View this post on Instagram
দিন কয়েক আগেই চোখের অস্ত্রোপচারের জন্যে মার্কিন মুলিকে পাড়ি দিয়েছিলেন অভিনেতা। মুম্বইয়ে থেকে প্রথমে চোখের চিকিৎসা করাছিলেন শাহরুখ। কিন্তু পরিকল্পনা মাফিক চিকিৎসা না হওয়ায় তিনি আমেরিকা যান চোখের চিকিৎসার জন্যে। চোখের সমস্যার কারণেই তাঁকে রোদ চশমা পরেই দেখা যায়। এদিনও মুম্বই বিমানবন্দরে শাহরুখের চোখে ছিল রোদ চশমা।