Ranveer Singh New Electric Car (Photo Credit: X@Bollywood_Base)

৬ জুলাই ৪০ এ পা দিয়েছেন বলিউডের রঙিন তারকা রণবীর সিং।সম্প্রতি পরিবার ও  বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন তিনি।সেই উপলক্ষে তিনি নিজেই নিজেকে একটি বিশেষ উপহার দিয়েছেন। তার গাড়ি সংগ্রহে উঠে এসেছে আরেকটি দুর্দান্ত গাড়ি, যার  নাম হামার ইভি ৩এক্স। এটি একটি ইলেকট্রিক গাড়ি, যার দাম প্রায় ৪.৫ কোটি টাকা। উল্লেখ্য বিষয় হল রণবীর এই ইলেকট্রিক হামার কেনা প্রথম বলিউড সেলিব্রিটি। তবে ইতিমধ্যের রণবীরের সংগ্রহে রেঞ্জ রোভার, ল্যাম্বোরগিনি, মার্সিডিজ এবং জাগুয়ারের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে। তবে এই শক্তিশালী এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক হামার তার সংগ্রহকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বলিউড সেলিব্রিটিদের বিলাসবহুল গাড়ি থাকাটা সাধারণ ব্যাপার, কিন্তু ইলেকট্রিক গাড়ির তালিকায় খুব বেশি নাম নেই। এবার এই বিশেষ তালিকায় রণবীর সিংয়ের নামও যুক্ত হয়েছে।  রণবীরের নতুন ইলেকট্রিক গাড়ি শুধু  স্টাইলিশ নয়, পরিবেশের দিক থেকেও এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করছেন তাঁর অনুগামীরা।

সম্প্রতি রণবীর সিং তার পরবর্তী ছবি 'ধুরন্দর' নিয়ে খবরের শিরোনামে রয়েছেন। সম্প্রতি ছবির টিজার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা তৈরি করেছে। রণবীরের পাশাপাশি, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর. মাধবনের মতো শক্তিশালী অভিনেতারাও ছবিতে দেখা যাবে।