Ranbir Kapoor and Alia Bhatt Rs 250 crore dream house is ready (Photo Credits: Instagram)

মুম্বই, ৯ জুনঃ প্রস্তুত হয়ে গিয়েছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের স্বপ্নের বাড়ি (Ranbir Alia New Home)। তারকা দম্পতির বিলাসবহুল অট্টালিকার প্রথম ঝলক উঠে এসেছে নেটপাড়ায়। শীঘ্রই নতুন বাড়িতে গিয়ে উঠবেন রণবীর (Ranbir Kapoor), আলিয়া (Alia Bhatt) এবং তাঁদের একরত্তি মেয়ে রাহা (Raha)।

জানা যায়, রণবীর এবং আলিয়া প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে নতুন করে গড়ে তুলেছেন প্রয়াত অভিনেতা তথা পরিচালক রাজ কাপুরের (Raj Kapoor) বাসভবন। কাপুর পরিবারের কাছে এক ঐতিহ্যপূর্ণ স্মৃতি এই বাড়িটি। রাজ কাপুর এবং স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর তাঁদের বাড়িটি ছেলে এবং বৌমা ঋষি কাপুর এবং নীতু কাপুরকে দিয়ে গিয়েছিলেন। পিতামহের সেই বাড়ি এখন রণবীরর সম্পত্তি। বিয়ের পর স্ত্রী আলিয়ার সঙ্গে মিলে ছয় তোলা অট্টালিকাটি নতুন করে গড়ে তুলেছেন তাঁরা। ভবনের কাজ প্রায় শেষের পথে। অন্দরমহলের টুকিটাকি যা কাজ বাকি আছে তা সম্পন্ন হলেই নতুন বাড়িতে গিয়ে উঠবেন তারকা পরিবার।

রণবীর আলিয়ার নতুন বাড়ির প্রস্তুতঃ

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বাড়ির নির্মাণ কাজের সময়ে নিয়মিত তা পরিদর্শন করতে যেতেন রণবীর এবং আলিয়া। কখনও একসঙ্গে তো আবার কখনও আদালাভাবে। তবে স্বপ্নের বাড়ির প্রতিটা কোণ নিজেদের মত করে গড়ে তুলেছেন তাঁরা। কোন কিছুতেই ফাঁক রাখেননি। কানাঘুষো খবর, কাপুর পরিবারের এই বিরাট সম্পত্তি নাকি মেয়ে রাহার নামে লিখে দিয়েছেন রণবীর এবং আলিয়া। তবে এই খবরের বিষয়ে কোন নিশ্চয়তা নেই।