মুম্বই, ১৪ ডিসেম্বরঃ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এক অন্যতম প্রাণপুরুষ ছিলেন রাজ কাপুর (Raj Kapoor)। অভিনয়, পরিচালনা এবং প্রযোজনা তিনের মিশেলে ভারতীয় চলচ্চিত্র জগৎকে উপহার দিয়ে গিয়েছেন অনবদ্য কিছু ছবি। পূর্বসূরি রাজ কাপুরের সেই ধারা এগিয়ে নিয়ে যাচ্ছেন কাপুর পরিবারের উত্তরসূরিরা।
চলতি বছর ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি 'শোম্যান'এর জন্মশতবার্ষিকী। আর সেই বিশেষ মুহূর্তকে স্মরণ এবং সম্মান জানানোর জন্যে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসব, 'গ্রেটেস্ট শোম্যান' (Greatest Showman)। ১৪ ডিসেম্বর, শনিবার রাজ কাপুরের শত'তম জন্মবার্ষিকী। তার আগে শুক্রবার রাতে বসল চাঁদের হাট। এক ফ্রেমে ধরা দিলেন গোটা কাপুর পরিবার। রণবীর কাপুর, আলিয়া, করিনা কাপুর, করিশমা কাপুর, নীতু কাপুর, রণধীর কাপুর, ববিতা সহ কাপুরদের উত্তরসূরিরা হাজির হলেন 'গ্রেটেস্ট শোম্যান'এ।
রাজ কাপুর চলচ্চিত্র উৎসবে রণবীর-আলিয়া...
View this post on Instagram
হাতে হাত দিয়ে সাংবাদিকদের সামনে এসে পোজ দিলেন করিনা-সইফ...
View this post on Instagram
মা নীতু এবং দিদি ঋধিমার সঙ্গে রণবীর এবং আলিয়া...
View this post on Instagram
এক ফ্রেমে কাপুর পরিবার...
View this post on Instagram
কাপুর পরিবার ছাড়াও রাজ কাপুর চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন বলিউডের অন্যান্য তারকারাও। পৌঁছে গিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী রেখা, ভিকি কৌশল, রিতেশ এবং জেনিলিয়া, আদিত্য রয় কপূর, কার্তিক আরিয়ান, হুমা খুরেশি, বিজয় বর্মা সহ আরও অনেকে।