Osama bin Laden, Alka Yagnik (Photo Credits: X)

মুম্বই, ১৮ মার্চঃ আশি, নব্বইয়ের দশকে তাঁর গানের গলার ভক্ত ছিল আসমুদ্র হিমাচল। আজও তাঁর গানে মুগ্ধ হন তামাম ভক্তরা। বলিউডের খ্যাতনামা সেই গায়িকা অলকা ইয়াগনিকের (Alka Yagnik) অন্ধ ভক্ত ছিলেন খোদ ওসামা বিন লাদেনও (Osama bin Laden)। বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি যার ত্রাসে একসময় কাঁপত তামাম দুনিয়া, সেই লাদেন কিনা অলকার ভক্ত! শুনতেন হিন্দি প্রেমের গান! হ্যাঁ ঠিকই তাই। লাদেনের মৃত্যুর পর ২০১১ সালে তাঁর অ্যাবোটাবাদের বাড়ি থেকে একটি কম্পিউটার আটক করা হয়েছিল। সেটি ছিল লাদেনের ব্যক্তিগত কম্পিউটার। সেখানই ছিল বলি গায়িকা অলকা ইয়াগনিকের ভুরুভুরি গান। সম্প্রতি সেই তথ্য এক সাংবাদিক প্রকাশ্যে এনেছেন। এরপরেই সাড়া পড়ে যায় মায়ানগরীতে।

সদ্য এক সাক্ষাৎকারে সাংবাদিক গায়িকার সামনে বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি লাদেনের তাঁর গানের পাগল ভক্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন। পরক্ষণে জবাবে অলকা বলেন, 'লাদেন যদি আমার ভক্ত হন তাতে আমার দোষ কোথায়! তাঁর মধ্যে নিশ্চয়ই কোন শিল্পী সত্ত্বা ছিল সেই কারণেই তিনি আমার গান শুনতেন'।

২০১১ সালের ১ মে মার্কিন নৌবাহিনীর গুলিতে খুন হন ওসামা বিন লাদেন। এরপর তাঁর আস্তানায় অভিযান চালানো হয়। পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের সেফ হাউস থেকে একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছিল। তার মধ্যেই ছিল অজস্র হিন্দি গান। অলকা ইয়াগনিকের পাশাপাশি উদিত নারায়ণ, কুমার শানুর গানও পাওয়া গিয়েছিল। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলি গায়িকা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে রাজনীতির ক্ষোভ উগরে দিয়েছেন। অলকা বলেন, বলিউড তাঁর বিরুদ্ধে নোংরা রাজনীতি করেছে। যার ফলে বহু গান তাঁর থেকে কেড়ে নেওয়া হয়েছে।