মুম্বই, ৮ জুলাইঃ কিছু মাস আগেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের (Gauri Spratt) সঙ্গে তাঁর সম্পর্কের স্বীকৃতি দিয়েছেন অভিনেতা আমির খান (Aamir Khan)। অভিনেতা তাঁর ষাট বছরের জন্মদিনের দিনই প্রেমিকাকে প্রকাশ্যে এনেছিলেন। প্রেমের চাকা গড়াতে না গড়াতেই বিয়ের সেরে ফেলেছেন আমির! দু’বার ডিভোর্সের পর তাহলে তৃতীয়বার বিয়েটা করেই ফেললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট! গৌরীর সঙ্গে চুপিচুপি চারহাত এক হয়েছে ষাট পার করা আমিরের?
প্রেমিকা গৌরীর সঙ্গে চুপিচুপি বিয়ে সেরেছেন আমির?
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমিকা গৌরীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বললেন আমির (Aamir Khan)। তাঁদের বিবাহ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা অকপটে জানান, মনে মনে তিনি গৌরীকে ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন। তাঁরা দুজনেই এই সম্পর্কটা নিয়ে ভীষণ সিরিয়াস। এবং একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমিরের কথায়, 'আমরা একে অন্যের সঙ্গী। আমাদের মন সব সময়ে জুড়ে রয়েছে। আমার হৃদয়ে আমি ইতিমধ্যেই তাঁকে নিজের স্ত্রী বানিয়ে ফেলেছি। তাই বিয়ের ক্ষেত্রে আলাদা করে কোন অনুষ্ঠানের আয়োজন করা হবে কিনা তা সময়ের সঙ্গে দেখা যাবে।
সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের ছবি 'সিতারে জমিন পার' (Sitaare Zameen Par)। দর্শকমহল থেকে শুরু করে সমালোচকমহল সব স্তরেই দারুণ প্রশংসিত হয়েছে ছবিটি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ ছবি 'চ্যাম্পিয়ন্স'-এর (Champions) রিমেক আমিরের এই ছবি।
আমির খানের বিবাহিত জীবনঃ
১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে আমির খান প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। দম্পতির দুটি সন্তান রয়েছে, জুনায়েদ খান এবং ইরা খান। ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
এরপর ২০০৫ সালে আমির (Aamir Khan) চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে (Kiran Rao) বিয়ে করেন। তাঁদের একটি পুত্র সন্তান হয়। তাঁর নাম আজাদ। ২০২১ সালে আচমকাই দম্পতি বিচ্ছেদের ঘোষণা করেন। ১৬ বছরের বিবাহিত জীবনে ছেদ পড়ে। সেই সম্পর্ক ভাঙার পরেই গৌরীর কাছাকাছি আসেন আমির।