Salman Khan, Malaika Arora (Photo Credit: Instagram)

মালাইকা অরোরার (Malaika Arora) মায়ের বাড়িতে হাজির হলেন সলমন খান (Salman Khan)। মালাইকার বাবা অনিল মেহতার মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে ব্যান্দ্রায় জয়েসি পলিক্র্য়াপের বাড়িতে হাজির হন সলমন খান। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ব্যান্দ্রায় মালাইকার মায়ের বাড়িতে হাজির হন সলমন। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে আসেন অভিনেতা। এরপর সোজা গাড়িতে উঠে সেখান থেকে রওনা দেন সলমন খান। গত মঙ্গলবার মৃত্যু হয় মালাইকা অরোরার বাবা অনিল মেহতার। ৬তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ৬২ বছরের অনিল (Anil Mehta)। কী কারণে তিনি আত্মহত্যা করেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সেই সঙ্গে অনিল মেহতার মৃত্যুর পর কোনও ধরনের সুইসাইড নোটও মেলেনি বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: Malaika Arora's Father Anil Arora Dies by Suicide: বাবার মৃত্যু সংবাদে বিধ্বস্ত মালাইকার বোন অমৃতা, মুখ ঢেকে ছুটে গেলেন বাড়ির অন্দরে

মালাইকা অরোরার মায়ের সঙ্গে দেখা করলেন সলমন খান...

 

 

View this post on Instagram