বলিউডে আবারও নক্ষ্যত্র পতন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হল বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের (Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পারিবারিক এক শুভান্যুধায়ী। ১৯৪৬ সালের ছবি "নীচা নগর"-এর মাধ্যমে বলিউডে তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেন এবং ২০২২ সাল পর্যন্ত নিয়মিত কাজ করে গেছেন।
আমির খানের ছবিতে শেষ অভিনয় অভিনেত্রীর
একসময় ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তিনি দিলীপ কুমার, দেব আনন্দ এবং রাজ কাপুর-এর মতো কিংবদন্তি অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন। তাঁর শেষ অভিনীত ছবি ছিল ২০২২ সালে আমির খানের ছবি "লাল সিং চাড্ডা"। সেই সময় তাঁর ৯৫ বছর বয়স ছিল। এরপর থেকেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কাজ ছেড়ে বাড়িতেই থাকতে শুরু করেন।
শ্রদ্ধা জানিয়েছেন করিনা কাপুর খান
অভিনেত্রী করিনা কাপুর খান প্রয়াত শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। পারিবারিক বন্ধু সজ্জন নারাইন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ৯৯ বছর বয়স হত কামিনী কৌশলের। হিন্দি সিনেমার ইতিহাসে তাঁর বহু স্মরণীয় কাজ চিরকাল উজ্জ্বল থাকবে।