শুক্রবার, ৪ জুলাই মুক্তি পাচ্ছে অনুরাগ বসুর (Anurag Basu) নতুন ছবি 'মেট্রো ইন দিনো' (Metro In Dino)। গতকাল বৃহস্পতিবার ছিল ছবির স্পেশাল স্ক্রিনিং। মুম্বইয়ের একটি থিয়েটারে বিশেষ সেলিব্রিটি স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন নির্মাতারা। বলিউডের বহু তারকা অনুরাগ বসুর ছবি দেখতে পৌঁছে গিয়েছিলেন সেখানে। এসেছিলেন কার্তিক আরিয়ানও (Kartik Aaryan)। সেখানেই মুখোমুখি হন দুই প্রাক্তন। কার্তিক এবং সারা (Sara Ali Khan)। ভিড়ের মাঝে একে অপরকে জড়িয়ে ধরলেন তাঁরা। পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ গিয়ে পড়ল তাঁদের উপর। কানে কানে কিছুক্ষণ চলল কথা।
মুখোমুখি দুই প্রাক্তন
সাদা সালোয়ারে সেজে ভাই ইব্রাহিমের সঙ্গে নিজের ছবির স্ক্রিনিংয়ে এসেছিলেন সারা আলি খান। অন্যদিকে ডোরাকাটা ফুলস্লিভ টি-শার্টে দেখা গিয়েছে কার্তিককে। দুই প্রাক্তন মুখোমুখি হতেই হাসির ঝলক ফোটে তাঁদের চোখে মুখে। ধরা পড়েছে সামান্য লাজুকভাবও। নিজেদের মধ্যেকার জড়তা কাটিয়ে হাসিমুখে কথা বললেন সারা ও কার্তিক। লাজুক চোখে দেখলেন একে অপরকে।
মুখোমুখি দুই প্রাক্তন
View this post on Instagram
জানা যায়, ২০২০ সালে ইমতিয়াজ আলির 'লাভ আজ কাল' ছবির শুটিং চলাকালীন সারা এবং কার্তিকের মধ্যে প্রেমের অনুভূতি জেগেছিল। দুজনের মধ্যে সম্পর্কও গড়ে ওঠে। তবে সেই সম্পর্কের আয়ু ছিল অল্প দিনওই। প্রেম ভেঙে আলাদা হয় দুজনের পথ। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে সারা কিংবা কার্তিক কখনই কোন মন্তব্য করেননি। সম্পর্ক গড়া কিংবা ভাঙা সবটাই হয়েছে চুপিচুপি, গোপনে।