Manoj Patil (Photo Credit: Manoj Patil/Instagram)

মুম্বই, ১৬ সেপ্টেম্বর: ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রাক্তন মিস্টার ইন্ডিয়া (Ex-Mr India) মনোজ পাটিল৷ মুম্বইয়ের ওশিওয়া়ড়ায় নিজের বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মনোজ ( Manoj Patil)৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

রিপোর্টে প্রকাশ, বুধবার রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে মনোজ পাটিল ওশিওয়াড়ায় তাঁর নিজের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন৷ ঘটনার পরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকেরা৷ এমনই জানান মনোজ পাটিলের ম্যানেজার পরী নাজ৷

আরও পড়ুন: Hrithik Roshan: হৃতিক রোশনের ঘরে জল চুঁইয়ে পড়ার দাগ, অবাক অনুরাগীদের উত্তর অভিনেতার

দেখুন মনোজ পাটিলের ছবি...

 

View this post on Instagram

 

সম্প্রতি মুম্বই পুলিশের (Mumbai Police) দ্বারস্থ হন বছর ২৯-এর মনোজ পাটিল৷ সাহিল খান (Sahil Khan) নামে এক বলিউড (Bollywood) অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তাঁকে বারংবার অপমান করছেন৷ তাঁর সম্মান নষ্ট করার চেষ্টা করছেন বলে অভিযোগ দায়ের করেন মনোজ পাটিল৷ যা তাঁর ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজের জীবনেও ক্ষতি করছে৷ ওই অভিযোগের পরপরই ঘুমের ওষুধ খেয়ে মনোজ পাটিল আত্মহত্যার চেষ্টা করেন৷

বুধবার রাতের ওই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মনোজ পাটিলের আত্মহত্যার নোট৷ যা মুহূর্তে ছড়িয়ে পড়ে হু হু করে৷