Tanishaa Mukerji, Kajol (Photo Credit: Instagram)

মুম্বই, ৯ সেপ্টেম্বর: দিদিকে নিয়ে মুখ খুললেন তানিশা মুখোপাধ্যায় (Tanishaa Mukerji)। দিদি কাজলকে (Kajol) নিয়ে বলতে গিয়ে তানিশা কি বললেন জানেন? একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তানিশা যা বলেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়। কি অবাক হচ্ছেন শুনে? ভাবছেন, তানিশা আবার কী বলে ফেললেন কাজলকে নিয়ে, তাইতে?

তানিশার কথায় চিন্তার কোনও অবকাশ নেই। কারণ দিদি কাজলকে দুনিয়ার সবচেয়ে ভাল মা বলে আখ্যা দেন তানিশা। তিনি বলেন, কাজল যেভাবে সন্তানদের বড় করছেন, তা অভাবনীয়। কাজল-অজয়ের ছেলে য়ুগ যত ভাল হয়েছে, তা শুধু মাত্র তাঁর দিদির জন্য বলে মন্তব্য করেন তনুজার কনিষ্ঠ-কন্যা।

আরও পড়ুন: Kajal Aggarwal Death News: বলিউডে শোক? পথ দুর্ঘটনায় নিহত জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল?

তানিশা কী কী বললেন কাজলকে নিয়ে 

তানিশা বলেন, যুগ খুব ভাল ছেলে। ও যেভাবে বড় হচ্ছে, তার পুরো ক্রেডিট তাঁর দিদিকে। কাজল যেভাবে সন্তানদের বড় করার পন্থা নিয়েছে, তা অসম্ভব ভাল। সেই কারণেই যুগ অত ভাল ছেলে হয়েছে বলে  তানিশা মন্তব্য করেন।

তানিশা আরও বলেন, যুগের এত ভাল ব্যবহার, মানুষ হওয়ার পিছনে অজয় দেবগণের কোনও ক্রেডিট নেই। হেসে বলেন তানিশা। তিনি আরও জানান, কাজলের সন্তান বড় করার পদ্ধতি তিনি জানেন। তাই পুরো ক্রেডিট তাঁর দিদির। এমনকী, কাজল অনেক সময় তাঁকেও সন্তানের মত করে আগলে রাখেন বলে জানান তানিশা।

প্রসঙ্গত ১৯৯৫ সালে হালচাল-এর সেটে কজাল এবং অজয় দেবগণের (Ajay Devgn) পরিচয় হয়। দুজনের সম্পর্ক সামনের দিকে গড়ালে ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি কাজল এবং অজয় দেবগণ সাতপাকে বাঁধা পড়েন।

ঐতিহ্যবাহী মহারাষ্ট্রিয়ান অনুষ্ঠানের মাধ্যমে দুজনের বিয়ে হয়। সেই থেকে বলিউডের এই তারকা দম্পতির একসঙ্গে পথ চলা। যা প্রতি মুহূর্তে আরও বেশি করে শক্তিশালী হচ্ছে বলে মনে করে বলিউডের বিভিন্ন মহল।