জয়পুর, ১০ ডিসেম্বরঃ সদ্য রাজস্থানের (Rajasthan) একটি কনসার্ট করতে গিয়ে অসম্মানিত বোধ করলেন খ্যাতনামা গায়ক সনু নিগম (Sonu Nigam)। তাঁর গান চলাকালীন অনুষ্ঠানের মাঝপথে উঠে চলে যান মুখ্যমন্ত্রী ভজন লালা শর্মা (Bhajan Lal Sharma)। অনুষ্ঠানের মাঝে এইভাবে উঠে চলে যাওয়া মানে শিল্পীকে অসম্মান করা, অভিযোগে ফুঁসে উঠলেন গায়ক। বললেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের কনসার্টে আসার কোন প্রয়োজন নেই।
সোমবার সন্ধ্যায় জয়পুরে (Jaipur) রাইজিং রাজস্থান (Rising Rajasthan) ইভেন্টে পারফর্ম করতে এসেছিলেন সনু নিগম (Sonu Nigam)। শিল্পীর গান শুনতে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লালা শর্মা-সহ রাজ্যের অন্যান্য রাজনৈতিক এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। কিন্তু গান শুনতে এসে অনুষ্ঠানের মাঝে উঠে চলে যান ভজন লাল। মুখ্যমন্ত্রী উঠে যেতেই বাকি বিশিষ্ট ব্যক্তিরাও একে একে উঠে যান। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের এমন আচরণে বেজায় ক্ষুব্ধ শিল্পী সনু। অনুষ্ঠানের পর একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
জয়পুরে কনসার্টে গিয়ে চটলেন সনু...
View this post on Instagram
সনু জানান, 'জয়পুরে খুব ভালো কনসার্ট হয়েছে। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা এসেছিলেন কনসার্ট দেখতে। মুখ্যমন্ত্রী ছিলেন। ক্রীড়ামন্ত্রী ছিলেন...'। শিল্পীর অভিযোগ, কনসার্ট মাঝ পথে ফেলে উঠে চলে যান মুখ্যমন্ত্রী। তিনি উঠে যাওয়ার ফলে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উঠে যান। রাজনৈতিক ব্যক্তিরাই যদি তাঁদের শিল্পীদের সম্মান না করেন তাহলে বাকিরা কীভাবে করবে। রাজনৈতিক ব্যক্তিদের কাছে সনুর নিবেদন, 'এতই যখন ব্যক্ততা তাহলে কনসার্টে আপনাদের আসার দরকার নেই। আর যদি আসতেই হয় তাহলে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই উঠে যান। মাঝপথে উঠে যাওয়া মানে শিল্পীর শিল্পকে অপমান করা'।