Kendra Lust, Shah Rukh Khan (Photo Credit: Instagram)

Fact Check: রিয়াধে (Riyadh) জয় ফোরামের অনুষ্ঠানে হাজির হন শাহরুখ খান (Shah Rukh Khan)। সলমন খান এবং আমির খানের সঙ্গে দেখা যায় শাহরুখকে। যেখানে অ্যাডাল্ট পর্নস্টারের সঙ্গে শাহরুখ খানকে পোজ় দিতে দেখা যায়। এমনই একটি ছবি হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলিউড বাদশাকে মার্কিন পর্নস্টার কেন্দ্রা লাস্টের সঙ্গে দেখা যায়। যে ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

কেন্দ্রা লাস্টের সঙ্গে শাহরুখ খানের ছবি দেখে বহু মানুষ নানা প্রশ্ন করতে শুরু করেন। শাহরুখ খান এবং কেন্দ্রা লাস্টের (Adult Film Star Kendra Lust) যে ছবি অ্যাডাল্ট ফিল্ম স্টার পোস্ট করেন, সেখানে এসআরকে-র গলায় হিরের নেকলেস দেখা যায়। হিরের নেকলেস পরে কেন্দ্রা লাস্ট শাহরুখের সঙ্গে ছবি পোস্ট করেন। যা দেখে অনেকেই ভ্রু কুঁচকে ফেলেন। আর এখান থেকেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে।

শাহরুখ এবং কেন্দ্রা লাস্টের ছবি দেখে অনেকেই নানারকম মন্তব্য করেন। কারণ জয় ফোরামের অনুষ্ঠানে শাহরুখ যে হিরের নেকলেস পরেন, তার সঙ্গে বাদশা খানের সেই দিনের পোশাকের কোনও মিল ছিল না। পাশাপাশি কেন্দ্রা লাস্টের কাধে যেভাবে হাত রেখে ছবি তোলেন, সেখানে তাঁর আঙুলগুলি আর্টিফিসিয়ালি তৈরি করা হয়েছে বলেও নানা জনে নানা মন্তব্য করেন। অর্থাৎ শাহরুখ এবং কেন্দ্রা লাস্টের ছবি যে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে তৈরি করা, তা স্পষ্ট হয়ে যায়।

দেখুন কেন্দ্রা লাস্ট এবং শাহরুখ খানের সেই ছবি...

 

 

View this post on Instagram

 

শাহরুখ খানের কাজ

পরিচালক সিদ্ধার্থ আনন্দের  ছবি কিং-এ স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ খান। যেখানে কন্যা সুহানা খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে এসআরকে-কে। শাহরুখ এবং সুহানার সঙ্গে ওই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও।