Deepika Padukone Joins Atlee Film With Allu Arjun (Photo Credits: YouTube)

মুম্বই, ৭ জুনঃ পরপর বড় বাজেটের দুটি ছবি হাতছাড়া হওয়ার খবরের মাঝে জানা যাচ্ছে, অল্লু অর্জুনের (Allu Arjun) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অ্যাটলির (Atlee) আসন্ন ছবিতে অভিনয় করবেন নায়িকা। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করা হয়েছে। তেলুগু সুপারস্টারের সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করে নিতে চলেছেন দীপিকা। অ্যাটলির আসন্ন ছবি AA22xA6-এর কাস্টে যোগ দিয়েছেন রণবীর ঘরণী। মেয়ে দুয়ার জন্মের পর এটিই নায়িকার প্রথম কাজ। যদিও পরিচালক অ্যাটলির সঙ্গে এটি দীপিকার প্রথম কাজ নয়। এর আগে জওয়ান (Jawan) ছবিতে অ্যাটলির পরিচালনায় অভিনয় করেছেন তিনি।

শনিবার ছবির প্রযোজনা সংস্থার তরফে নায়িকাকে স্বাগত জানিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ছবির দমদার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছেন অভিনেত্রী এবং পরিচালক। পরের মুহূর্তে দেখা যাচ্ছে, ছবির অ্যাকশন দৃশ্যে শুটিং করছেন নায়িকা।

অ্যাটলির পরিচালনায় অল্লুর সঙ্গে জুটিতে দীপিকা

সদ্য মা হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পেশাজীবন এবং ব্যক্তিজীবনে ভারসাম্য রেখে তাই ৮ ঘণ্টার বেশি কাজ করতে নারাজ তিনি। নায়িকার এই প্রতিবাদের জেরে তাঁকে সন্দীপ রেড্ডি ভঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ (Spirit) থেকে বাদ পড়তে হয়েছে। এই একই কারণে নাকি নাগ অশ্বিনের 'কল্কি’ ছবির সিক্যুয়েল থেকেও বাদ দেওয়া হয়েছে দীপিকাকে। তবে 'কল্কি ২' থেকে নায়িকার বাদ পড়ার খবরে এখনও কোন নিশ্চয়তা নেই।