Kangana Ranaut, Kulwinder Kaur (Photo Credit: Twitter)

দিল্লি, ৭ জুন: কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) চড়কাণ্ডে গ্রেফতার করা হল কুলভিন্দর কউরকে (Kulwinder Kaur)। চণ্ডিগড় বিমানবন্দরের ঘটনার পর প্রথমে কুলভিন্দর কউরকে বরখাস্ত করা হয় চাকরি থেকে। পরে ওই বিতর্কিত সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয় বলে খবর। কৃষক আন্দোলনর সময় কঙ্গনার বিতর্কিত মন্তব্যের জেরেই তিনি বিজেপির অভিনেত্রী সাংসদ প্রকাশ্যে চড় মেরেছেন বলে দাবি করেন। যা প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে প্রবল আলোচনা শুরু হয়ে যায়। এরপরই প্রথমে কুলভিন্দর কউর নামে ওই  মহিলা সিআইএসএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁকে করা হয় গ্রেফতার।

আরও পড়ুন: NDA Government Formation: প্রাক্তন সহ-অভিনেতা চিরাগ পাসওয়ান এবং কঙ্গনার গল্প, দেখুন ভিডিয়ো

বৃহস্পতিবার চণ্ডিগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় কঙ্গনা রানাউতকে চড় মারা হয় বলে অভিযোগ। যা নিয়ে তুমুল শোরগোল শুরু হয়ে যায় দেশ জুড়ে। ওই ঘটনার পর কঙ্গনা নিজের সোশ্য়াল হ্যান্ডেল থেকে লাইভ করেন এবং পাঞ্জাবের বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।