মুম্বই, ১৫মার্চ: বলিউড (Bollywood) অভিনেতা সলমন খানকে (Salman Khan) ফের হুমকি দিল গ্য়াংস্টার লরেন্স বিষ্ণোই। সলমন খানের আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় বিষ্ণোই। পাশাপাশি সলমন খান যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে যে কোনও পরিস্থিতির সম্মুখীন হতে তৈরি থাকুন বলেও সুর চড়ায় বিষ্ণোই। এবিপি নিউজের সাক্ষাৎকারে লরেন্স জানায়, সলমন খান তার সমাজের মানুষদের অপমান করেছেন। সেই কারণেই বিষ্ণোই সমাজের মানুষ সলমনের বিরুদ্ধে রাগে ফুঁসছেন বলেও মন্তব্য করে এই কুখ্যাত গ্য়াংস্টার। সলমন খান যাতে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকেন, সে বিষয়ে সুর চড়ায় লরেন্স।
এর আগে দিল্লি পুলিশের তরফে সলমন খানকে সাবধান করা হয়। সলমন খানকে 'খুন' করতে বিষ্ণোইরা প্ল্যান বি তৈরি করেছে বলে দাবি করা হয় দিল্লি পুলিশের তরফে। যা নিয়ে শোরগোল শুরু হয়।