Aryan Khan Drug Case: জেলের খাবার কিছুই খাচ্ছেন না আরিয়ান, বিস্কুট খেয়েই দিন কাটছে শাহরুখ পুত্রের
Aryan Khan, Shah Rukh Khan's Son (Photo Credit: Instagram)

মুম্বই, ১৪ অক্টোবর: জেলের খাবার কিছুই খাচ্ছেন না আরিয়ান খান। জেলের ভিতরে শুধু জল, বিস্কুট খেয়ে থাকছেন শাহরুখ পুত্র (SRK Son)। এমনই রিপোর্ট প্রকাশ্যে আসে সম্প্রতি।

রিপোর্ট অনুযায়ী, আরিয়ান খান (Aryan Khan) যখন জেলে যান, তখন নিজের সঙ্গে ১২ বোতল জল কিনে সঙ্গে নেন। তার থেকে আর মাত্র কয়েক বছর অবশিষ্ট রয়েছে। জানা যাচ্ছে, আরিয়য়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট, মুনমুন ধমেচারা জেলের খাবার টুকটাক খাচ্ছেন। তবে তাঁরাও যে জেলের ক্যান্টিনেের সব খাবার খাচ্ছেন, এমন নয়।

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: আরিয়ান খান মামলার প্রত্যক্ষদর্শী কিরণ গোসাইয়ের বিরুদ্ধে লুকআউট নোটিস

প্রসঙ্গত মুম্বইয়ের (Mumbai) আর্থার রোড জেলে সকালে পোহা দেওয়া হচ্ছে। দুপুর এবং খাতের খাবারে দেওয়া হচ্ছে রুটি, সবজি, ডাল। যা একেবারেই মুখে তুলছেন না আরিয়ান খান।

গত ৩ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ানের সঙ্গে চরস সহ নিষিদ্ধ মাদক আটক করা হয় বলে অভিযোগ এনসিবির (NCB)।