অর্জুন, মালাইকা,ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৯ মে: বান্ধবী মালাইকা অরোরার বাড়ির কাছে এবার নিজের ফ্ল্যাট কিনলেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। ব্যান্দ্রা পশ্চিমে ২৩ কোটি দিয়ে এবার বিলাসবহুল ৪ বিএইচকে ফ্ল্যাট কিনলেন অর্জুন কাপুর। বান্ধবী মালাইকার পাশে থাকতেই অর্জুন নতুন করে ওই বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বলে খবর।

প্রসঙ্গত ব্যান্দ্রা পশ্চিমের যে বহুতলে অর্জুন কাপুর নিজের ফ্ল্যাট কেনেন, সেখানে এবার তাঁর প্রতিবেশী হলেন সোনাক্ষী সিনহা। সোনাক্ষীর (Sonakshi Sinha) পাশাপাশি ব্যান্দ্রা পশ্চিমে অর্জুন কাপুরের প্রতিবেশী হলেন শাহরুখ খান, রণবীর কাপুর, সলমন খান, করিনা কাপুর খানের মতো হাই প্রোফাইল তারকারা।

আরও পড়ুন: Yuvika Chaudhary: বিদ্বেষমূলক শব্দ ব্যবহারের অভিযোগ, এফআইআর অভিনেত্রী যুবিকা চৌধুরীর বিরুদ্ধে

আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের সম্পর্কে ইতি টেনে অর্জুন কাপুেরর সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা অরোরা (Malaika Arora)। তাঁদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেলেও, নিজেদের সম্পর্ক নিয়ে অর্জুন, মালাইকাকে প্রকাশ্যে কখনও কোনও মন্তব্য করতে দেখা যায়নি। এমনকী, তাঁরা কবে বিয়ে করবেন, সে বিষয়েও মুখে কুলুপ এঁটেই রয়েছেন দুই তারকা।