মুম্বই, ১৫ জুলাইঃ এবার ভোল বদলের পালা। মাইক হাতে গোটা বিশ্বকে যিনি নিজের ভক্ত বানিয়েছেন, এবার তিনি ক্যামেরা ধরেতে চলেছেন। মঞ্চ কাঁপিয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে পারফর্ম করেছেন যিনি, এবার পর্দা কাঁপাতে আসছেন। গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) এবার পরিচালক হিসাবে নিজের নতুন সত্ত্বা গড়ে তোলার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন জিয়াগঞ্জের সাদামাটা ছেলেটা। যার গানের ভক্ত আসমুদ্র হিমাচল। এবার তিনি পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন। চলচ্চিত্র পরিচালনা দিয়ে ক্যারিয়ারের একটি নতুন অধ্যায়ের সূচনা করবেন অরিজিৎ।
এবার ক্যামেরার পিছনে অরিজিৎ সিং
জানা যাচ্ছে, একটি ‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ ছবি দিয়ে পরিচালনায় হাতেখড়ি করবেন গায়ক। চলতি বছরের শেষের দিকেই প্রথম ছবির শুটিং শুরু করবেন তিনি। ছবির গল্প তাঁরই লেখা। ব্যতিক্রমি এক জঙ্গল অভিযানের প্রেক্ষাপটে বোনা হয়েছে গল্পটি।
সূত্রের খবর, অরিজিৎ তাঁর প্রথম ছবির জন্যে প্রযোজকও পেয়ে গিয়েছেন। মহাবীর জৈন ফিল্মস এবং আলোকদ্যুতি ফিল্মস প্রযোজনার দায়িত্বে রয়েছে। এছাড়াও গড ব্লেস এন্টারটেইনমেন্ট ছবিটির সহ-প্রযোজনা করছে। বর্তমানে ছবির প্রাক-প্রযোজনার কাজ শুরু করে দিয়েছেন গায়ক। ছবিতে কারা অভিনয় করবেন সেই তালিকা তৈরিও শুরু হয়ে গিয়েছে।