মুম্বই, ১ ফেব্রুয়ারিঃ বিশ্বজুড়ে পাঠান (Pathaan) এর জয়জয়কার। মুক্তির ছয় দিনে বিশ্বব্যাপী শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবির ব্যবসা ৬০০ কোটি ছুঁইছুঁই। নতুন সাল অভিনেতার জন্যে দারুণ রোমাঞ্চে ভরা হতে চলেছে। হাতে একের পর এক ছবি। তাঁর উপর পাঠান এর আকাশছোঁয়া সাফল্য। ২০২৩ সালে লক্ষীলাভের অন্ত নেই কিং খানের।
আরও পড়ুনঃ সলমনের গানে দেদার নাচ আমির খান এবং কার্তিক আরিয়ানের, না দেখলে মিস
আটলির (Atlee) ‘জাওয়ান’ (Jawan), রাজকুমার হিরানির (Rajkumar Hirani) ছবি ডাঙ্কি (Dunki) চলতি বছরে শারুখের আরও দুই সুপারহিট অপেক্ষা করছে দর্শকদের জন্যে। পাঠানের আকাশচুম্বী সাফল্য উপভোগ করে এবার পরবর্তী ছবি ‘জাওয়ান’এর (Jawan) শুটিং সেটে ফিরলেন কিং খান (Shah Rukh Khan)।
জাওয়ান-এর সেটে শাহরুখ খানঃ
Superstar #ShahRukhKhan & Junior Artist Photos #Jawan Sets Today. pic.twitter.com/rLRitLQoIt
— Vishwajit Patil (@_VishwajitPatil) January 31, 2023
আরও পড়ুনঃ পাঠান এর সাফল্যে ‘আমূল’ উদযাপন
চলচ্চিত্র পরিচালক আটলির (Atlee) আসন্ন ছবি জাওয়ান -এ অভিনয় করছেন বাদশা। ছবিতে শাহরুখ জুটি বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারার (Nayanthara) সঙ্গে। এই ছবি দিয়েই বলিউডে কাজ শুরু নয়নতারার। ছবি শুটিং সেট থেকে গতকাল ভাইরাল হয়েছে জাওয়ান এর লুক। উসকোখুসকো চুল আর সারা মুখে জোরানো ব্যান্ডেজ। পরনে কালো শার্ট। কিং খানের (Shah Rukh Khan) জাওয়ান লুক নিমেষে ভাইরাল নেটপাড়ায়।