মুম্বই, ১২ জুন: সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) যে বাড়িতে থাকতেন, এবার সেই বাসস্থানে নিজের আস্তানা গড়লেন আদা শর্মা ( Adah Sharma )। মুম্বইয়ের ব্যান্দ্রায় সুশান্ত সিং রাজপুত যে বাড়িতে থাকতেন, সেখানেই আপাতত থাকতে শুরু করেছেন বর্তমানে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। প্রয়াত অভিনেতার বাড়িতে থাকার জন্য হাজির হয়ে সেখানে ভজন গাইলেন বাস্তার-খ্যাত অভিনেত্রী আদা। শুধু তাই নয়, প্রয়াত অভিনেতা যে বাড়িতে থাকতেন, সেখানে যাতে 'পজিটিভ ভাইবস' ছড়িয়ে দিতে পারেন,তার জন্য রামের ভজন গাইতে শোনা যায় আদা শর্মাকে। অভিনেত্রীর যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তাঁকে ভালবাসা জানাতে শুরু করেন অনুরাগীরা।
দেখুন আদা শর্মার ভিডিয়ো...
View this post on Instagram
কমান্ডো টু, কমান্ডো থ্রি, কেরালা স্টোরি, বাস্তার-দ্য নক্সাল স্টোরিতে অভিনয় করেন আদা শৎ্মা। ফলে একের পর এক ছবি দিতে তিনি দর্শকের মন জয় করে নেন।