মুম্বই, ৩ ফেব্রুয়ারিঃ লাইভ কনসার্টের মাঝে মহিলা অনুরাগীদের ঠোঁটে চুম্বন দিয়ে সাংঘাতিক বিতর্কে জড়িয়েছেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ (Udit Narayan)। সংবাদমাধ্যম থেকে শুরু করে সমাজমাধ্যম শিরোনামে উদিত নারায়ণ। বিতর্কের মঝে বন্ধুর পাশে দাঁড়ালেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। বললেন, "মেয়েরা স্বেচ্ছায় তাঁর কাছে এসেছিল। চুম্বন 'সম্মতিতে' হয়েছে"।
সদ্য লাইভ কনসার্টের একটি অনুষ্ঠান চলাকালীন মহিলা ভক্তদের চুম্বন করে বিতর্কে জড়ান উদিত নারায়ণ। কনসার্ট থেকে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চে গান গাইছেন উদিত নারায়ণ (Udit Narayan)। গাইছেন 'টিপ টিপ বরসা পানি'। প্রবীণ সঙ্গীত শিল্পীর সুরেলা কণ্ঠে মোহিত ভক্তকুল। তারকার সঙ্গে ছবি তোলার আর্জি নিয়ে মঞ্চের গায়ে এসে জড়ো হন মহিলা ভক্তরা। ছবি তোলার অছিলায় মহিলা অনুরাগীদের চুম্বন বিলোলেন প্রবীণ শিল্পী। ভরা মঞ্চে গান গাইতে গাইতে মহিলা ভক্তদের ঠোঁটে ঠোঁট বসিয়ে চুমু দিতে দেখা গিয়েছে উদিত নারায়ণকে। এই ঘটনা ঘিরে যখন গায়ককে নিয়ে সমালোচনার ঢেউ উঠেছে ঠিক সেই সময়ে এক বন্ধুর পাশে দাঁড়ালেন অপর বন্ধু।
চুম্বন বিতর্কে বন্ধুর পাশে অভিজিৎঃ
নিউজ ১৮-এর সঙ্গে সাক্ষাৎকারে উদিত নারায়ণের চুম্বন বিতর্কে (Udit Narayan Kissing Controversy) অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya) বললেন, গায়কদের মধ্যে এই ধরনের ঘটনা খুবই সাধারণ। তিনি উদিতকে 'সুপারস্টার গায়ক' বলে উল্লেখ করে আরও বলেন, যদি তাঁদের সঠিকভাবে সুরক্ষা দেওয়া না যায় বা সঠিকভাবে বাউন্সারদের দ্বারা ঘিরে না রাখা হয়, তাহলে লোকেরা তাদের পোশাক ছিঁড়ে ফেলার প্রবণতাও দেখায়'।
অভিজিতের আরও সংযোজন, 'উনি উদিত নারায়ণ। উনি একজন রোমান্টিক গায়ক। তিনি কাউকে তাঁর কাছে টানেন না। মেয়েরাই তাঁর জন্যে পাগল। তাঁকে তাঁর সাফল্য উপভোগ করতে দিন'।