Kartik Aaryan in Paris (Photo Credits: Instagram)

মুম্বই, ২৯ ডিসেম্বরঃ নতুন বছর শুরুর আনন্দে একে একে বিনোদন জগতের তারকারা পাড়ি দিচ্ছেন বিদেশ। বছরের একেবারে শেষলগ্নে এসে দাঁড়িয়েছি সকলেই। তাই নতুন বছরকে (New Year 2023) স্বাগত জানাতে শহরের বাইরে পা রাখছেন অল্প বিস্তর সকলেই। কারুর গন্তব্য দেশের কোথায়, তো আবার কারুর গন্তব্য বিদেশের মাটি। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে দেখা গেল প্যারিসের (Kartik Aaryan in Paris) মাটিতে। ২২-এর নক্ষত্র পতন, বিনোদনের আকাশ থেকে খসে যাওয়া তারাদের ফিরে দেখা

নতুন বছর শুরুর আগেই মুম্বই (Mumbai) ছেড়ে প্যারিস রওনা দিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ২০২৩ সালকে প্যারিসেই  (Paris) স্বাগত জানাবেন তিনি। আর সেই কারণেই তাঁর বিদেশ যাত্রা। প্যারিসের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা। কিন্তু নায়কের এই বিদেশ ভ্রমণ একেবারে ‘সোলো’। অর্থাৎ একাই ঘুরতে গিয়েছেন ‘ভুল ভুলাইয়া টু’ (Bhool Bhulaiyaa 2) অভিনেতা। কাউক সঙ্গী না করে প্যারিস ভ্রমণে গিয়েছেন তিনি। নিজের সঙ্গেই সময় কাটাবেন এই কটা দিন।

প্যারিসে কার্তিকঃ 

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

 

নিজের প্যারিস ভ্রমণের ছবি কিন্তু অভিনেতা শেয়ার করতে ভোলেননি অনুগামীদের সঙ্গে। একটি ছবি শেয়ার করে ফ্রেঞ্চ ভাষায় কার্তিক লিখেছেন, ‘প্যারিস আমি তোমাকে ভালোবাসি’। অপর আর একটি ছবি শেয়ার করে অভিনেতা জানিয়েছেন, এই বিদেশ ভ্রমণে তিনি সঙ্গী করেননি কাউক। ‘লুকা ছুপি’ (Luka Chuppi) তারকার প্যারিস ভ্রমণের ছবি দেখা মাত্রই প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে ভক্তরা।

প্যারিসে কার্তিকঃ 

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

 

কাজের প্রসঙ্গে, কার্তিক আরিয়ানের আসন্ন ছবি ‘শেহজাদা’ (Shehzada)। ‘লুকা ছুপি’র পর আবারও কৃতি স্যাননের (Kriti Sanon) সঙ্গে জুটিতে দেখা যাবে কার্তিককে। আগামী বছরে মুক্তি পাবে ছবি।