Salman Khan With Salim Khan, Salma Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১ সেপ্টেম্বর: গোমাংস (Beef) তাঁরা খান না। তাঁদের পরিবার কখনও গোমাংস ভক্ষণ করে না।  এবার একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই জানান সলমন খানের বাবা সেলিম খান। সলমনের (Salman Khan) বাবা বলেন, বহু মুসলিম পরিবার গোমাংস ভক্ষণ করে। গোমাংসের দাম কম। ফলে অনেকে গোমাংস ভক্ষণ করেন। কেউ কেউ গোমাংস কিনে নিয়ে যান পোষ্যদের খাওয়ানোর জন্য। তবে তাঁদের পরিবার কখনও গোমাংস বা বিফ খায় না বলে জানান সেলিম খান (Salim Khan)।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সেলিম খান বলেন, ইন্দোরে থাকার সময় থেকে এঅখনও পর্যন্ত তাঁরা কখনও গোমাংস খাননি। সেলিম খান বলেন, নবী মহম্মদ বলে গিয়েছেন, গরুর দুধ মাতৃ দুগ্ধের সমান। গরুর দুধ থেকে তৈরি চিজ়ও অত্যন্ত উপকারী। তবে গরুকে হত্যা করা উচিত নয়। তাই গোমাংসকে নিষিদ্ধ বলে জানিয়েছেন নবী মহম্মদ। সাম্প্রতিক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করতে শোনা যায় সেলিম খানকে।

নবী মহম্মদের কথা বলতে গিয়ে সেলিম খান আরও জানান, তাঁদের ধর্মগুরু নবী সমস্ত ধর্ম থেকে ভাল গুনগুলি গ্রহণ করেছেন। যেমন হালাল মাংস খাওয়া তিনি ইহুদিদের কাছ থেকে গ্রহণ করেন। যাকে কোশার বলা হয়। নবী মনে রতেন, প্রত্যেকটি ধর্ম ভাল এবং তিনি নিজেও সর্বোচ্চ শক্তির উপর বিশ্বাস করতেন বলে জানান সেলিম খান।

ছোট থেকেই সমস্ত ধর্মকে আত্মস্ত করার চেষ্টা তিনি করেছেন। তাইতো ইন্দোরে তাঁরা হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বসবাস করতেন বলেও জানান সলমন খানের বাবা।

সেলিম খান এবং সালমা খানের বিয়ে 

সেলিম খান বিয়ে করেন সালমা খানকে (Salma Khan)। যিনি ছিলেন সুশীলা চরক। হিন্দু পরিবারের মেয়ে ছিলেন সালমা ওরফে সুশীলা। প্রথমে সুশীলার বাড়ি এই বিয়ে মেনে নিতে চায়নি। তবে সেলিম খান তাঁর শিক্ষা এবং প্রজ্ঞা দিয়ে সালমা ওরফে সুশীলার বাড়ির লোককে রাজি করিয়েছিলেন।

ফলে তাঁর সঙ্গে সালমা খানের বিয়ে হিন্দি সিনেমার গল্পের চেয়ে কোনও অংশে কম নয় বলেও মন্তব্য করেন সেলিম খান।

সেলিম খান আরও জানান, তাঁর শ্বশুরমশাই একজন দন্ত চিকিৎসক ছিলেন। তাঁরা ডোগরা সম্প্রদায়ের মানুষ ছিলেন। তাই সালমার সঙ্গে বিয়ের আগে তাঁর শ্বশুরমশাই তাঁর পরিবার সম্পর্কে খোঁজ নেন এবং শিক্ষা, সচেতনতার আভাস পেয়ে তবেই মেয়ের সঙ্গে তাঁর বিয়ে দিতে রাজি হন বলে জানান সেলিম খান।

বিয়ের সময় সালমা খান এবং সেলিম খান হিন্দু, মুসলিম দুই রীতি মেনেই বাঁধা পড়েন। তাঁরা সাতপাকেও যেমন ঘোরেন তেমনি মুসলিম রীতি মেনেও বিয়ে করেন বলে সলমনের বাবা জানান।

ফলে বিয়ের সময় কখনও মুসলিম রীতি মানার জন্য সালমা খানকে চাপ  দেওয়া হয়নি বলেও জানান সেলিম খান।