মুম্বই, ১ সেপ্টম্বর: অভিনেতা প্রিয়া মারাঠে প্রয়াত হয়েছেন। মাত্র ৩৮ বছর বয়সে চলে গেলেন 'পবিত্র রিসতার' জনপ্রিয় অভিনেত্রী। বেশ কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন প্রিয়া মারাঠে। সেরেও উঠছিলেন ক্রমাগত। কিন্তু হঠাৎ করেই ৩৮ বছর বয়সে ক্যানসারের সঙ্গে লড়াই করতে না পেরে চলে গেলেন প্রিয়া।
একেবারে কম বয়সী অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে টেলি দুনিয়ায়। প্রিয়া মারাঠের মৃত্যুতে তাঁর পরিবার ভেঙে পড়ছেন। বাড়িতে রয়েছেন তাঁর মা এবং স্বামী শান্তনু মোঘে। মারাঠি অভিনয় জগতে জনপ্রিয় নাম শান্তনু মোঘের। এবার শান্তনুকে একা করে দিয়ে চলে গেলেন প্রিয়া মারাঠে মাত্র ৩৮ বছর বয়সে।
প্রিয়া মৃত্যুতে শোকে বিহ্বল অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন অঙ্কিতা। তিনি বলেন, পবিত্র রিসতা সেটে প্রিয়া ছিলেন তাঁর প্রথম বন্ধু। অঙ্কিতা, প্রার্থনা এবং প্রিয়া, তিনজনই ছিলেন খুব ভাল বন্ধু। যতদিন না পর্যন্ত তাঁদের আবার দেখা হচ্ছে, এই সুখস্মৃতি তাঁর মনে থাকবে বলে জানান অঙ্কিতা লোখন্ডে।
প্রিয়া মারাঠের মৃত্যুতে শোকস্তব্ধ অঙ্কিতা...
View this post on Instagram
সুশান্তের পর প্রয়াত প্রিয়া মারাঠে
প্রসঙ্গত পবিত্র রিসতার অভিনেতাদের মধ্যে প্রথমে প্রয়াত হন সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের মৃতদেহ উদ্ধার করা হয়। সুশান্তের মৃত্যু কীভাবে হল, সেই রহস্য এখনও অধরা। সুশান্তের পর এবার চলে গেলেন প্রিয়া মারাঠে। যার জেরে শোকের ছায়া নেমে এসেছে পবিত্র রিসতার দর্শকদের মাঝে।
প্রিয়া মারাঠের শেষকৃত্যে দেখা যায়নি অঙ্কিতাকে, কটাক্ষেক মুখে অভিনেত্রী
প্রিয়া মারাঠের মৃত্যুতে শোক প্রকাশ করেন অঙ্কিতা লোখন্ডে। তবে প্রিয়া মারাঠের শেষকৃত্যে দেখা যায়নি অঙ্কিতা লোখন্ডেকে। প্রয় বন্ধুর শেষকৃত্যে কেন অঙ্কিতাকে দেখা গেল না, তা নিয়ে বহু মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন। ফলে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয় অঙ্কিতা লোখন্ডেকে।