ক্যাটরিনা কাইফ থেকে সানি লিওন- যে সব বলিউড তারকা ভারতের ভোটার নন
Sunny Leone, Alia Bhatt, Jacqueline Fernandez

ক দিন আগেই লোকসভা নির্বাচনে ভোট দিলেন একঝাঁক বলিউড তারকা। আমির খান (Amir Khan), কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut) থেকে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস Priyanka Chopra Jonas। অজয় দেবগন (Ajay Devgan) থেকে বরুণ ধাওয়ান (Varun Dhawan), টাইগার শ্রফ (Tiger Shroff), কাজল (Kajol), মালাইকা আরোরা খান (Malaika Arora Khan),মাধুরী দীক্ষীত (Madhuri Dixit), পরেশ রাওয়াল (Paresh Rawal), রবী কিষাণ (Ravi Kishan) -সহ নানা বলিউড তারকারা ভোট দিলেন। চতুর্থ দফায় গত ২৯ এপ্রিল মুম্বইয়ে নির্বাচন হয়। মুম্বইয়ে মোট ৬টি লোকসভা আসন রয়েছে। বলিউডের বেশিরভাগ তারকারা হলেন মুম্বই নর্থ, মুম্বই নর্থ-সেন্ট্রালের ভোটার। আসুন কোন কোন বলিউড তারকা দেশের ভোটার নন--

১) ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)

৩৫ বছরের সুন্দরী এই বলিউড সুন্দরী ভারতের ভোটার নন। ক্যাট হলেন ইউ.কে নাগরিক। ক্যাটরিনা দেশের বক্স অফিসে যতই কব্জা জমান, আসলে তিনি একজন বিদেশী।

২) আলিয়া ভাট (Alia Bhatt)

মহেশ ভাটের কন্যা আলিয়া-র ব্রিটিশ পাশপোর্ট আছে।

৩) জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)

শ্রীলঙ্কা থেকে বলিউডে এসেছেন কিক গার্ল জ্যাকলিন। শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতায় জিতেছিলেন জ্য়াকলিন। মডেলিং থেকেই বলিউডে কেরিয়ার শুরু করেন জ্য়াকলিন। বলিউডে তাঁর প্রথম সিনেমা-'আলাদিন'।

৪) সানি লিওন (Sunny Leone)

জন্মসূত্রে কানাডিয়ান। সেখানে পর্ন সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। পরে বিগ বস-রিয়েলটি শো-এর হাত ধরে ভারতে প্রবেশ। এরপর বলিউড।