Preity Zinta (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ জুলাই: ১৯৯৮ সালে বলিউডে পা রেখেছিলেন তিনি। 'দিল সে' দিয়ে বলিউডে (Bollywood)পা রাখেন তিনি। মণি রত্নমের সিনেমা দিয়েই বি টাউনে পা রাখেন প্রীতি জিন্টা (Preity Zinta)। তারপর থেকে আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। দিল সে যখন জনপ্রিয়তার শিখরে, সেই সময় তার তামিল ভার্সানও প্রকাশ্যে আসে। যার নাম দেওয়া হয় 'উড়িয়ে'। তারপর থেকেই প্রীতি জিন্টার জনপ্রিয়তা ক্রমশ বাড়তে শুরু করে। তাঁর মিষ্টি হাসির ছটায় আট থেকে আশির হৃদয় কুপোকাত হয়ে যায়।

ডিম্পল কুইন হিসেবে প্রীতি জিন্টা বলিউডে দাপিয়ে বেড়াতে শুরু করেন। ঐশ্বর্য রাই থেকে রানি মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা চোপড়ারা যখন বলিউডে প্রথম সারির নায়িকা হিসেবে পরিচিতি পাচ্ছিলেন, সেই সময় প্রীতি জিন্টা নিজের নাম খোদাই করে ফেলেন সেখানে অত্যন্ত গাঢ়ভাবে। বলিউডের ওই সময়ের প্রথম সারির নায়কদের সঙ্গে পায়ে পা দিয়ে অভিনয় চালিয়ে যান প্রীতি জিন্টা।

কেরিয়ার যখন মধ্য গগণে সেই সময় বিয়ের কোনও সিদ্ধান্ত নেননি প্রীতি জিন্টা। ২০১৬ সালে জেন গুডেনাফকে বিয়ে করেন প্রীতি। অভিনয় থেকে যখন দূরে সরতে শুরু করেন, প্রীতি জিন্টা সেই সময় কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক হিসেবেও পরিচিতি পান। এরপর ৪৬ বছর বয়সে সারোগেসির মাধ্যমে মা হন প্রীতি জিন্টা।

তবে ৪৬ বছরে মা হওয়ার আগে ৩৪ সন্তানের মা হন তিনি। নিজের ৩৪ বছরের জন্মদিনে প্রীতি দত্তক নেন তাঁর ৩৪ সন্তানকে। বিয়ের আগে ৩৪ বছরের জন্মদিনে হৃষিকেশের একটি অনাথ আশ্রম থেকে ৩৪ জন কন্যা সন্তানের ভার নেন প্রীতি জিন্টা। ওই সময়ই ৩৪ কন্যা সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিয়ে নেন তিনি। শুধু তাই নয়, ৩৪ বছর থেকে শুধু শুরু করেছেন। তিনি আরও সন্তানের জননী হতে চান বলেও আশা প্রকাশ করেন বলিউড নায়িকা।

জানা যায়, ওই ৩৪ জনের পড়াশোনা থেকে খাবারদাবার, পোশাক, পরিচ্ছদ সবকিছুর দায়িত্ব পালন করেন প্রীতি জিন্টা। ৩৪ জন কন্যা সন্তান যাতে সুস্থ, স্বাভাবিক জীবন পেতে পারেন, তার সব ব্যবস্থাই প্রীতি করে দিয়েছেন বলেও জানা যায়।