PM Modi (Photo Credit: ANI/Twitter)

মোদীর মহিমায় মজেছেন মহিমা। "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য দিনে ২৪ ঘণ্টাই কাজ করেন। তিনি সবার কাছে অনুপ্রেরণার। আমাদের দেশে শান্তি আছে। আমার অর্থনৈতিক ও পরিকাঠামোগত দিক থেকে শক্তিশালী হয়েছি। পিএম মোদীর জন্য গোটা বিশ্বে ভারতের সম্মান বেড়েছে।" এই কারণে তিনি বিজেপিকেই ভোট দিতে চলেছেন। এমন কথাই জানালেন বলিউডের তারকা অভিনেত্রী মহিলা চৌধুরী। মোদীর 'বেটি বাঁচাও বেটি পড়াও'নিয়ে প্রশংসা ধরা পড়ল 'পরদেশ' গার্ল মহিমার গলায়।

দিন ঘোষণা হতেই দেশজুড়ে লোকসভা ভোটের হাওয়া লেগে গিয়েছে। দেশের প্রায় সব দলই সেলেব্রিটিদের ভোটে প্রার্থী করেছে বা প্রচারে নামাচ্ছে। বিজেপি আবার প্রার্থী করেছে হেমা মালিনী, রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দীনেশ লাল যাদব সহ একঝাঁক তারকাদের। বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানওয়াতও এবার পদ্ম শিবিরের হয়ে ভোটে লড়বেন বলে জল্পনা।

দেখুন কী বললেন মহিমা চৌধুরী

তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহা, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নি ঘোষ-দের মত তারকা অভিনেতা-অভিনেত্রীদের। এদিন মুম্বইয়ে রাহুল গান্ধীর সভায় যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।