Mamta Kulkarni (Photo Credit: Instagram)

মুম্বই, ৬ ডিসেম্বর: দীর্ঘ ২৫ বছর পর ভারতে ফিরলেন মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে দীর্ঘ ২৫ বছর পর ফেরার কথা জানালেন ৯-এর দশকের জনপ্রিয় নায়িকা। ২০০০ সালে মুম্বই ছেড়েছিলেন। দীর্ঘ ২৪ বছর পর দেশে ফিরে তিনি আপ্লুত বলে জানান মমতা। মুম্বইতে নামার আগে বিমানে বসে তিনি নিজের দেশকে দেখছিলেন। একেবারে উপর থেকে নিজের দেশকে দেখছিলেন বলে জানান করণ অর্জুন অভিনেত্রী। মুম্বই বিমানবন্দরে পা রাখতেই তিনি আপ্লুত। দীর্ঘ এত বছর বছর মুম্বইতে ফিরতে পেরে তিনি খুশি বলে জানান মমতা।

শুনুন মমতা কুলকার্নি দেশে ফিরে কী বললেন...

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত মমতা কুলকার্নির বিরুদ্ধে ২০০ কোটির মাদক মামলার অভিযোগ ছিল। মমতা কুলকার্নির সঙ্গী ভিকি গোস্বামীই ওই  মাদক চক্রের অন্যতম প্রধান মুখ বলে জানা যায়। সোলাপুরে অ্যাভন লাইফসায়েন্সেস লিমিটেড নামে ভিকি গোস্বামীর যে কোম্পানি রয়েছে, তার সঙ্গেই মাদক চক্র জড়িত থাকার অভিযোগ ওঠে। সেখানেই মমতা কুলকার্নিরও নাম জড়িয়ে যায়।