নয়াদিল্লি: প্যারিসে চলছে ডিওর ফ্যাশন উইক। এই ফ্যাশান শোতে অংশ নিয়েছেন বহু তারকারা। ব্ল্যাকপিঙ্কের জিসু (BLACKPINK's Jisoo) প্যারিসের এই ফ্যাশন শোতে স্টাইলিশ পোশাকে নিজেকে প্রেজেন্ট করেছেন। জিসু তাঁর স্টাইলিশ লুক ও আকর্ষণীয় মেকআপের জন্য দর্শকদের মন কেড়েছেন। ইনস্টাগ্রামে জিসু তাঁর এই স্টাইলিশ লুক শেয়ার করেছেন। নেটিজিনরা ছবিটি ভালোবাসায় ভরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।
দেখুন
View this post on Instagram