Nitin Gadkari Biopic: মোদীর পর এবার নীতিন গডকরির বায়োপিক, কেন্দ্রীয় মন্ত্রীর জীবন নিয়ে সিনেমার রিলিজ ২৭ অক্টোবর
Nitin Gadkari

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার নীতিন গডকরি। কেন্দ্রীয় সড়ক, পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি-র জীবনী নিয়ে এবার সিনেমা মুক্তি পেতে চলেছে। বিজেপির অভিজ্ঞ নেতা-মন্ত্রীর গড়করির বায়োপিক রিলিজ হবে মারাঠি ভাষায়। অক্ষয় অন্তত দেশমুখ প্রযোজিত, অনুরাগ রঞ্জন ভুসারি পরিচালিত 'গড়করি' নামের এই মারাঠি সিনেমাটির অফিসিয়াল পোস্টার লঞ্চ হল। পোস্টারে দেখা যাচ্ছে কিছুটা উঁচুতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে ছবির নাম ভূমিকায় অভিনয় করা চরিত্র। রাস্তা দিয়ে চলেছে গাড়ি।

এক সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ৬৬ বছরের নীতিন গড়করি মারাঠি রাজনীতিতে বড় ভূমিকা নেন। মহারাষ্ট্রের পূর্ত দফতরের মন্ত্রী হিসেবে বেশ কিছু ভাল কাজ তিনি করেন। মারাঠি ভাষায় তাই গড়করি-র বায়োপিক আলাদা সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে বায়োপিক এনে গড়করি নির্বাচনী প্রচার শুরু করলেন বলে বিরোধীদের দাবি।

দেখুন গডকরি সিনেমার পোস্টার

মহারাষ্ট্রের নাগপুর লোকসভা কেন্দ্র থেকে টানা দু বার সাংসদ হয়ে মন্ত্রী হয়েছেন। লালকৃষ্ণ আদবানির পর একটা সময় গড়করিকেই বিজেপির মুখ হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু নরেন্দ্র মোদীর মহাউত্থানে গড়করি বিজেপিতে কিছুটা পিছনের সারিতে চলে যান। তবে কেন্দ্রীয় সড়ক মন্ত্রী হয়ে তাঁর বেশ কিছু কাজ গোটা বিশ্বে নরেন্দ্র মোদীর ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।