Barkha Bisht - Indraneil Sengupta Divorce: ফের ঘর ভাঙছে জনপ্রিয় জুটির, এবার বিচ্ছেদ ইন্দ্রনীল সেনগুপ্ত, বরখা বিস্তের
Barkha Bisht, Indraneil Sengupta (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ এপ্রিল: ২০০৮ সালে সাতপাকে বাঁধা পড়েন ইন্দ্রনীল সেনগুপ্ত, বরখা বিস্ত। বিয়ের প্রায় ১৫ বছর পর এবার বিচ্ছেদের পথে ইন্দ্রনীল সেনগুপ্ত, বরখা বিস্ত। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ইন্দ্রনীলের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে কার্যত সিলমোহর দেন বরখা। তিনি জানান, খুব শিগগিরই আইনি বিচ্ছেদ সম্পন্ন হবে তাঁদের। প্রসঙ্গত ২০২১ সাল থেকে ইন্দ্রনীল সেনগুপ্ত, বরখা বিস্তের সম্পর্কের অবনতি ঘটে। শোনা যায়, টলিউডের  এক প্রথম সারির অভিনেত্রী  ইন্দ্রনীল এবং বরখার মাঝে পাঁচিল তুলেছেন। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য না করলেও, শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে এই জনপ্রিয় জুটি। এমনকী বিচ্ছেদ নিয়ে যখন দুজনই সরব, সেই সময়ও এই সিদ্ধান্তের পিছনের কারণ নিয়ে মুখে খোলেননি বরখা।

অভিনেত্রী বলেন, তিনি একজন সিঙ্গল মা।  এই মুহূর্তে মেয়ে ছাড়া তাঁর জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কেউ নেই।  এসবের পাশাপাশি তাঁর হাতে ওটিটির প্রচুর কাজ রয়েছে।  তাই কাজে মগ্ন হয়েই থাকতে চান বলে জানান বরখা বিস্ত।