Nusrat Faria (Photo Credits: X)

ঢাকা, ১৮ মেঃ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে নুসরতের (Nusrat Faria) বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশের হাতে আটক হয়েছেন অভিনেত্রী।

রবিবার সকালে ঢাকা বিমানবন্দর (Dhaka Airport) থেকে গ্রেফতার করা হয়েছে নুসরতকে। এদিন থাইল্যান্ড যাওয়ার জন্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন অভিনেত্রী। বিমানবন্দরের অভিবাসন চেকপোস্টে তাঁকে আটকানো হয় তাঁকে। এরপর গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর অভিনেত্রীকে আনা হয় ঢাকার ভাটারা থানায়। ওই থানাতেই নুসরতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। ভাটারা থানা থেকে পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয় নুসরতকে। ভাটারা থানার এক পুলিশ গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর বাংলাদেশে গণ-অভ্যুত্থানের সময়ে অভিনেত্রী নুসরত ফারিয়ার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগটি দায়ের করা হয়েছিল। ২০২৪ সালের ২৯ এপ্রিল দায়ের করা ওই হত্যাচেষ্টা মামলায় নুসরত ফারিয়া-সহ আরও ১৭ জন অভিনেত্রীর নাম রয়েছে বলে জানা যাচ্ছে। অভিযোগকারী ব্যক্তির নাম এনামুল হক।

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে ক্ষমতাসীন দল আওয়ামি লিগের হয়ে নুসরত আর্থিক সাহায্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এর পাশাপাশি খুনের চেষ্টার অভিযোগও রয়েছে রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। ফলে অভিনেত্রীকে ঘিরে পরবর্তী পুলিশি পদক্ষেপ কী হতে চলেছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি।