মুম্বই, ১১ জুলাইঃ চলে গেলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)! বর্ষীয়ান গায়িকার মৃত্যু হয়েছে বলে একটি ফেসবুক পোস্ট সম্প্রতি ভাইরাল হয় ফেসবুক জুড়ে। সেই খবরে আকাশ থেকে পড়েন নেটবাসী। আশা ভোঁসলের মৃত্যু সংবাদে হতবাক হন সকলে। তবে প্রবীণ গায়িকার মৃত্যু সংবাদ নিয়ে এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন তাঁর ছেলে আনন্দ ভোঁসলে। মায়ের মৃত্যুর সংবাদ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন ছেলে আনন্দ (Asha Bhosle Death Rumours)।
গত ১ জুলাই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে যাবতীয় গুজবের সূত্রপাত। শাবানা শেখ নামে একটি ফেসবুক হ্যান্ডেল থেকে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের একটি ছবি শেয়ার করা হয়। ছবিতে ফুলের মালা পরানো রয়েছে। ছবির ক্যাপশনে লেখা, খ্যাতনামা সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে প্রয়াত হয়েছেন। ১ জুলাই, ২০২৫-এ শিল্পীর সঙ্গীত যুগের অবসান ঘটেছে।
আশা ভোঁসলের ভুয়ো মৃত্যু সংবাদ ছড়িয়েছে
সেই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। এরপর বিভিন্ন সংবাদমাধ্যম এই খবরের ফ্যাক্ট চেক করে। আর তাতেই জানা যায়, আশা ভোঁসলের মৃত্যু সংবাদটি ভুয়ো। প্রবীণ গায়িকার ছেলে আনন্দ ভোঁসলেও মায়ের মৃত্যু সংবাদ নিয়ে মুখ খুলেছেন। ই-টাইমসকে তিনি জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা।
এমনকি দিন কয়েক আগেই প্রবীণ গায়িকাকে রেখার (Rekha) ১৯৮১ সালের ক্লাসিক ছবি 'উমরাও জান'-এর (Umrao Jaan) পুনরায় মুক্তির স্ক্রিনিংয়ে দেখা গিয়েছে। ৪৪ বছর পর ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এই ছবির আইকনিক গান 'ইয়ে কেয়া জাগা হ্যায় দোস্তঁ' (Yeh Kya Jagah Hai Doston) গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে। তাই উমরাও জান-এর রি-রিলিজের স্ক্রিনিংয়ে আশা এবং রেখাকে একসঙ্গে দেখা গিয়েছিল।