দুবাইতে গিয়ে আর্থিক জালিয়াতির শিকার হলেন অভিনেত্রী অর্চনা পুরণ সিং (Archana Puran Singh)। সম্প্রতি পরিবারের সঙ্গে দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখান স্কাইডাভিংয়ের জন্য টিকিট বুক করেছিলেন তিনি। তাঁর জন্য অনলাইন মারফত খসাতে হয়েছিল বেশ কয়েক হাজার টাকা। কিন্তু সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন যে ওয়েবসাইট থেকে তাঁরা টিকিট বুক করেছিলেন, সেটা পুরোপুরি ভুয়ো, তাঁদের কোনও টিকিট বুক হয়নি। এমন কথা শুনে কার্যত মাথায় হাত অর্চনা ও তাঁর স্বামী পরমিত শেঠির। যার ফলে আবারও তাঁদের মোটা টাকা খরচ করে টিকিট কিনতে হল।
ভুয়ো টিকিট কাণ্ড
জানা যাচ্ছে, দুই ছেলে আর্যমান এবং আয়ুশ্মানকে নিয়ে সস্ত্রীক অর্চনা ঘুরতে গিয়েছিলেন দুবাইতে। এবারে তাঁদের ইচ্ছা ছিল দুবাইতে গিয়ে স্কাইডাইভিং করবেন। সেই কারণে তাঁরা ভারত থেকেই একটি সংস্থার ওয়েবসাইটে তিনটি স্লট বুক করেন। তাঁর জন্য কয়েক হাজার টাকাও অনলাইনে তাঁদের খরচ হয়। এবার দুবাইতে গিয়ে ওই সংস্থার অফিসে গিয়ে টিকিট দেখিয়ে জানতে পারেন সেটি ভুয়ো। ওটা কোনও বৈধ টিকিট নয়।
দেখুন ভিডিয়ো
উধাও হয়ে গিয়েছে ওয়েবসাইট
এই শুনেই মাথায় হাত অর্চনা ও পরমিতের। অর্চনা ভিডিয়োতে বলেন, দুবাইয়ের মতো দেশেও স্ক্যাম হয়, সেটা অবিশ্বাস্য। কারণ এদেশে সরকার, আইন কানুন এত কড়া যে চাইলেও কেউ অপরাধমূলক ঘটনা ঘটাতে পারে না। সেখানে আজ আমাদের এই দুবাইতেই জালিয়াতির শিকার হতে হল। এই নিয়ে তাঁরা অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তিনি। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা যে ওয়েবসাইট থেকে বুক করেছিলেন, সেটি হুবহু আসল ওয়েবসাইটের মতো। এমনকী ওয়েবসাইটে যে ঠিকানা রয়েছে, সেই ঠিকানাও সঠিক। কিন্তু ওই ওয়েবসাইটের এখন কোনও অস্তিত্বই নেই।