Sshura Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ মে: ফের বাবা হচ্ছেন আরবাজ খান (Arbaaz Khan)। আরবাজের দ্বিতীয় স্ত্রী সুরা অন্তঃসত্ত্বা। প্রকাশ্যে এল সেই ভিডিয়ো। যেখানে অন্তঃসত্ত্বা সুরা খানকে গাড়ি থেকে নামতে দেখা যায়। সুরা খান বা আরবাজ খান নিজেদের খুশির খবর নিয়ে প্রকাশ্যে কিছু জানানি। তবে আরবাজ এবং তাঁর স্ত্রী সুরার ঘরে যে নতুন অতিথি আসতে চলেছে, তা নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল। এবার সুরা খানের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, তা নিয়ে প্রায় নিশ্চিত খবর সামনে আসে।

সম্প্রতি বলিউডের রূপটান শিল্পী সুরা খানকে (Sshura Khan) বিয়ে করেন আরবাজ খান। জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে বিচ্ছেদের পর সুরার সঙ্গে সম্পর্কে জড়াবন আরবাজ। সেই সম্পর্ক এগোতে না এগোতেই চটজলদি বিয়ে করেন সুরা এবং আরবাজ। বিয়ের পরপরই সুরা খানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে গুঞ্জন শুরু হয়।

প্রসঙ্গত মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় আরবাজের। তবে আরবাজ এবং মালাইকার সন্তান আরহান খানকে প্রায়শয়ই ক্যামেরার সামনে দেখা যায়। কখনও মায়ের সঙ্গে বিমানবন্দরে দেখা যায় আরহানকে আবার কখনও বাবার সঙ্গে। এবার সেই আরহান খান যে বড় দাদা হতে তলেছেন, তা সুরা খানের ভিডিয়ো থেকে স্পষ্ট।

আরও পড়ুন: Arbaaz Khan and Sshura Khan: স্ত্রীকে নিয়ে প্রসূতিদের হাসপাতালে আরবাজ, ক্যামেরা দেখেই লুকালেন সুরা, মা হওয়ার সংবাদ লুকাচ্ছেন কেন?

দেখুন আরবাজ-পত্নী সুরা খানের ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

এদিকে আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা অরোরাকে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়াতে দেখা যায়। তবে বেশ কয়েক বছর অর্জুনের সঙ্গে সম্পর্কের পর বিচ্ছেদ হয়ে যায় মালাইকার। বর্তমানে মাল্লা একাই রয়েছেন। তার মাঝেই এবার আরবাজ খানের দ্বিতীয়বার বাবা হওয়ার খবর নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।