কলকাতা: গত নভেম্বরে মাসে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপম রায়ের (Anupam Roy) প্রাক্তন স্ত্রীর বিয়ে নিয়ে নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। এবার ফের বিয়ে করতে চলেছেন অনুপম রায়। এটা অবশ্য তাঁর তিন নম্বর বিয়ে হতে চলেছে। পাত্রী প্রশ্মিতা পাল ( Prashmita Paul ), তিনিও সঙ্গীত শিল্পী। আগামী মার্চ মাসের ২ তারিখ বিয়ে করতে চলেছেন অনুপম ও প্রশ্মিতা।
আরও পড়ুন: Viral: ‘শার্টলেস’ অবতারে শাহরুখ খান, হু হু করে ভাইরাল ছবি
২০১৫ সালে পিয়া চক্রবর্তী ও অনুপম রায় বিয়ে করেছিলেন। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম, কিন্তু বিয়ের ছবছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন পিয়া ও অনুপম।
দেখুন
Anupam Roy is all set to tie the knot with singer Prashmita Paul on March 2. t2 says congrats! pic.twitter.com/V3P2a7xSqW
— t2 (@t2telegraph) February 26, 2024