অনন্ত আম্বানি (ছবিঃX)

বিগত কয়েকদিন ধরে প্রায় গোটা দেশের চোখ ছিল মুম্বইয়ে (Mumbai)। সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই চোখের সামনে ভেসে উঠছিল মুকেশ আম্বানির (Mukeh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিবাহ অনুষ্ঠানের নানা ঝলক। এই 'বিগ ফ্যাট ওয়েডিং' উপলক্ষে আরব সাগরের তীরে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের নানা তারকারা। গতকাল, রিলায়েন্স সংস্থার কর্মী এবং আম্বানিদের আরও নানা কর্মচারীদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের বিদায়বেলায় চমক ছিল অনন্তের আবেগঘন বক্তৃতা। সোশ্যাল মিডিয়ায় এই বক্তৃতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যাতে দেখা গিয়েছে, 'জয় শ্রী রাম' বলে বক্তৃতা শুরু করছেন আম্বানি পুত্র। এরপর তিনি বলেন, "আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা পুরো পরিবার নিয়ে এখানে এসেছেন। আমার পুরো পরিবারের পক্ষ থেকে, আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমার এবং রাধিকার বিবাহ উপলক্ষে  এই অনুষ্ঠানের আয়োজনের জন্য আমি কৃতজ্ঞ রিলায়েন্স এবং এইচএন হাসপাতালের কর্মীদের কাছে। এবং জেডব্লিউসিকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। " সবশেষে বলেন, "আমি আপ্লুত। আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে।"

দেখুন ভিডিয়ো