Allu Arjun Arrested: অন্তর্বর্তী জামিন মিললেও আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে শুক্রবার গোটা রাত জেলে থাকতে হয়েছে পুষ্পা অভিনেতা অল্লু অর্জুনকে (Allu Arjun)। হায়দরবাদের চঞ্চলগুড়া জেলে (Chanchalguda Jail) রাখা হয়েছিল তেলুগু সুপারস্টারকে। রাতে অভিনেতার মুক্তি না হওয়ায় জেলের বাইরে তুলকালাম কাণ্ড বাঁধালেন এক ভক্ত। অবিলম্বে নায়ককে মুক্তির দাবি জানিয়ে শুক্রবার রাতে জেলের বাইরে আত্মহত্যার চেষ্টা (Suicide Attempts) পর্যন্ত করলেন ওই ভক্ত। চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
শুক্রবার দিনভর অল্লু অর্জুনের গ্রেফতারি (Allu Arjun Arrested) ঘিরে টানটান উত্তেজনা চলে অনুরাগীদের মধ্যে। এরই মাঝে রাতে তেলুগু সুপারস্টারের মুক্তির দাবি তুলে চঞ্চলগুড়া জেলের বাইরে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ভক্ত। জেলের বাইরে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাতে উদ্যত হন ওই যুবক। তাঁর কাণ্ড দেখে ছুটে আসেন পুলিশ। নাছোড়বান্দা ওই অল্লু ভক্তকে টেনে হিঁচড়ে হাজতে ভরেছে পুলিশ। যদিও এই ঘটনার বিষয়ে অভিনেতা কিংবা পুলিশের তরফে কেউ মুখ খোলেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা।
অল্লু অর্জুনের জেল মুক্তির দাবিতে আত্মহত্যার চেষ্টা ভক্তের!
అల్లు అర్జున్ను విడుదల చేయాలంటూ చంచల్గూడ జైలు వద్ద సూసైడ్ అటెంప్ట్ చేసిన అల్లు అర్జున్ అభిమాని pic.twitter.com/PSaKKiAM8y
— Telugu Scribe (@TeluguScribe) December 14, 2024
গত ৪ ডিসেম্বর অভিনেতার ছবি 'পুষ্পা ২'র (Pushpa 2) প্রিমিয়ার দেখতে এসে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) ভিড়ের চাপে পদপিষ্ট (Stampede) হয়ে মারা যান এক মহিলা। সেদিন থিয়েটারে ছবির প্রিমিয়ারের জন্যে এমনিতেই ভিড় হয়েছিল। তার উপর আচমকা অল্লুর (Allu Arjun) আগমন ভিড় আরও বাড়িয়ে দেয়। ভক্তদের হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হন বছর ৩৫-এর মহিলা রেবতী। আহত হন বহু। উপযুক্ত পুলিশি নিরাপত্তার অভাবে এমন ঘটনা ঘটেছে অভিযোগ তুলে নিহত মহিলার স্বামী ভাস্কর সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অভিনেতা অল্লু অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
সেই এফআইআর-এর ভিত্তিতেই শুক্রবার সকালে অল্লুর বাড়িতে হাজির হয় পুলিশ। তাঁকে গ্রেফতার করে হায়দরাবাদের চিক্কাদপল্লী থানায় আনা হয়। সেখান থেকে তাঁকে পেশ করা হয় নিম্ন আদালতে। নিম্ন আদালত অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অল্লু তেলেঙ্গানা হাইকোর্টের দারস্ত হন। হাইকোর্ট তেলুগু অভিনেতাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন অল্লু।