Allu Arjun (Photo Credits: X)

হায়দরাবাদ, ১৬ ডিসেম্বরঃ পুষ্পা ২ (Pushpa 2) এর প্রিমিয়ার দেখতে এসে মাকে হারিয়েছে ছেলেটা। নিজেও গুরুতর আহত হয়েছে। ঘটনার ১২ দিন পার হয়ে গেল এখন হাসপাতালে চিকিৎসা চলছে তার। মাকে শেষবারের মত দেখতেও পারেনি সে। ৪ ডিসেম্বরের রাত বদলে দিয়েছে তার গোটা পরিবারের জীবন। সেই ঘটনার জেরে গ্রেফতারও হন পুষ্পা ২ অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun Arrested)। অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন তিনি। গ্রেফতারি এবং জেলমুক্তির পর এবার ন'বছরের আহত ছেলেটির স্বাস্থ্যের বিষয়ে চিন্তা প্রকাশ করলেন তেলুগু সুপারস্টার।

রবিবার সোশ্যাল হ্যান্ডেল থেকে একটি বার্তা শেয়ার করেন অল্লু (Allu Arjun)। যেখানে তিনি লেখেন, 'তরুণ শ্রী তেজের স্বাস্থ্য সম্পর্কে আমি গভীরভাবে উদ্বিগ্ন রয়েছি। সেই দুর্ভাগ্যজনক ঘটনার পর এখনও তার চিকিৎসা চলছে। আইনি প্রক্রিয়ার কারণে আমি এই মুহূর্তে তার এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে পারছি না। তবে আমার প্রার্থনা সব সময় তাঁদের সঙ্গে রয়েছে। তার চিকিৎসা এবং তার পরিবারের চাহিদা পূরণের দায়িত্ব নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ'। শেষে অভিনেতা এও বলেন, 'আমি প্রার্থনা করছি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। তার এবং তার পরিবারের সঙ্গে আমি যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে চাই'।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) অল্লু অর্জুনের 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2: The Rule) এর প্রিমিয়ার দেখতে এসে পদপিষ্ট হয়ে মারা যান বছর ৩৫-এর এক মহিলা রেবতী। গুরুতর আহত হন তাঁর ন'বছরের ছেলে শ্রী তেজ। মহিলার মৃত্যুর ঘটনায় গত ১৩ ডিসেম্বর পুলিশ গ্রেফতার করে অভিনেতা অল্লু অর্জুনকে। তাঁর নিম্ন আদালতে তলা হয়। বিচারক অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সেই দিনই অল্লু তেলেঙ্গানা হাইকোর্টের দারস্ত হন। সেখান থেকে ওই দিনই অন্তর্বর্তী জামিন মেলে পুষ্পার। তবে জামিনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় একরাত জেলই থাকতে হয় অভিনেতাকে।