Kumar Sanu (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ সেপ্টেম্বর: যেমন তাঁর গান, তেমনি তাঁকে নিয়ে বিতর্ক। সব সময়ই প্রায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন কুমার শানু ( Kumar Sanu)। আর এবার জনপ্রিয় গায়কের বিরুদ্ধে অভিযোগ করলেন কুমার শানুর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। শানুর প্রাক্তন স্ত্রী সম্প্রতি হাজির হন একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে। যেখানে হাজির হয়ে রীতা ভট্টাচার্য দাবি (Rita Bhattacharya) করেন, তিনি যখন অন্তঃসত্ত্বা, সেই সময় কুমার শানু এবং গায়কের পরিবার তাঁর উপর অত্যাচার করতেন।

রীতার আরও অভিযোগ, ছেলে জান কুমার শানু যখন তাঁর গর্ভে, সেই সময় গায়কের পরিবার তাঁকে অত্যাচার করত। শুধু তাই নয়, আশীকির গান গেয়ে কুমার শানু যখন তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন গোটা দেশ জুড়ে, সেই সময় হঠাৎ করেই তাঁর ব্যাবহার বদলে যায়। আশীকির জনপ্রিয়তা কুমার শানুর মাথা ঘুরিয়ে দেয়। যার প্রভাব স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহারের মাধ্যমে তিনি প্রকাশ্যে আনতে শুরু করেন বলে অভিযোগ করেন রীতা ভট্টাচার্য।

রীতা ভট্টাচার্যের উপর শানুর অত্যাচারের অভিযোগ

কুমার শানুর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য বিস্ফোরক অভিযোগ করেন গায়কের বিরুদ্ধে। রীতার দাবি, তাঁকে ঘরের বাইরে বেরোতে দেওয়া হত না। তাঁকে নিয়ে শানু সব সময় আশঙ্কায় ভুগতেন বলে রীতা অভিযোগ করেন। রীতা আরও বলেন, কুমার শানুর বোন স্বামী পরিত্যক্তা ছিলেন ওই সময়। ফলে তাঁর এবং শানুর মাঝে গায়কের বোন এসে হাজির হন। ফলে তাঁদের সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে। ওই সময় কুমার শানু এবং তাঁর বোন একসঙ্গে রীতার উপর অত্য়াচার করতেন বলে অভিযোগ।

রীতার আরও অভিযোগ, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, কুমার শানু তাঁকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যান। এমনকী তিনি অন্তঃসত্ত্বা থাকাকালীন, কুমার শানু অন্য নারীর প্রতি আসক্ত হন এবং তাঁর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সময় তাঁর বয়স কম ছিল। তাই শানু যখন তাঁকে আদালতে টেনে নিয়ে যান, তিনি ভাবতে শুরু করেন, তাঁর জীবন পুরো শেষ।

কুমার শানুর জীবনে যখন নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি আসে, তিনি তখন রীতার হয়ে পার্টির আয়োজন করেন। রীতাই তাঁর জীবনের সব বলে সবাইকে জানান। ওই ঘটনার এক বছরের মধ্যে শানু কীভাবে পালটে গেলেন, তা বুঝে উঠতে তিনি পারেননি। তাঁর পরিবারও কুমার শানুর ব্যবহারে আঁতকে ওঠেন বলে জানান রীতা।

এসবের পাশাপাশি রীতা আরও অভিযোগ করেন, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, সেই সময় কুমার শানু তাঁকে অভুক্ত রাখতেন। তাঁকে খেতে দেওয়া হত না বলে অভিযোগ করেন কুমার শানুর প্রাক্তন স্ত্রী।

কুনিকা সদানন্দের অভিযোগ

সম্প্রতি বিগ বস ১৯-এর প্রতিযোগী কুনিকা সদানন্দ অভিযোগ করেন, তাঁর সঙ্গে কুমার শানু স্বামীর মত ব্যবহার করতেন। তাঁরা বিয়ে করেননি ঠিকই তবে থাকতেন স্বামী, স্ত্রীর মত করেই। বেশ কয়েক বছর একত্রবাসের পর কুনিকা সদানন্দের নাকের ডগায় শানু অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়ান। আর তখনই তাঁদের সম্পর্ক ভেঙে যায় বলে জানান কুনিকা।

বিগ বস প্রতিযোগীর ওই অভিযোগের পর কুমার শানুর স্ত্রীও জানান, তাঁদের সংসারের মাঝে গায়েকর সঙ্গে সম্পর্কে জড়ান কুনিকা সদানন্দ।