মুম্বই, ২৬ সেপ্টেম্বর: জামাইয়ের সুখ্যাতি করলেন মহেশ ভাট (Mahesh Bhatt)। খোলাখুলি রণবীর কাপুরের (Ranbir Kapoor) প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভাটের (Alia Bhatt) বাবা। মহেশ ভাট বলেন, রণবীর কাপুর পড়াশোনা করা একজন মানুষ। শুধু তাই নয়, বলিউড তারকাদের মধ্যে অন্যতম পরিবার সচেতন একজন মানুষ বলেও জামাইয়ের প্রশংসা করেন মহেশ ভাট। পরিবারের ঐতিহ্যকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, তা রণবীর কাপুর খুব ভালভাবে জানেন বলেও মন্তব্য করেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট।
ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদর পর আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর কাপুর। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ব্রক্ষ্মাস্ত্রের শ্য়ুটিংয়ের সময় থেকেই রণবীর, আলিয়ার সম্পর্কের সূত্রপাত। যা নিয়ে প্রথমে ঢাক গুড়গুড় করা হলেও, পরে তা সর্বসমক্ষে প্রকাশ পায়।
আরও পড়ুন: Abhinav Kashyap On Ranbir Kapoor: সলমনের পর রণবীরকে নিয়ে বোমা ফাটালেন পরিচালক অভিনব কাশ্যপ
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সেই সম্পর্ক পরিণতি পায় পরিবারের হাজিরায় এবং সহমতে। সম্পর্কের কিছুদিনের মধ্যেই বিয়ে সেরে ফেলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের কয়েক মাসের মধ্যে আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর মেলে। তারপরই রণলীর, আলিয়ার জীবেন আসে ছোট্ট রাহা।