Akshay Kumar (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ জুলাই: পরপর ২টি ফ্ল্যাট বিক্রি করছেন আক্ষয় কুমার (Akshay Kumar)। মুম্বইয়ের (Mumbai) বোরিভালিতে (Borivali) রয়েছে আক্কির পরপর ২টি ফ্ল্যাট। বোরিভালি পূর্বের ওই ২টি ফ্ল্যাট অভিনেতা এবার বিক্রি করে দিচ্ছেন। বোরিভালি পূর্বের ওই ২টি ফ্ল্যাট অক্ষয় ৭.১ কোটি টাকায় বিক্রি করছেন বলে খবর। রিপোর্টে প্রকাশ, বোরিভালি পূর্বের স্কাই সিটিতে ওবেরয় রিয়্যালিটিতে রয়েছে অক্ষয় কুমারের ২টি ফ্ল্যাট। সেখান থেকেই এবার তা বিক্রি করে দিচ্ছেন অভিনেতা। পুরো ফ্ল্যাট রেডি টু মুভের ডন্য তৈরি। ১টি ফ্ল্যাট ৩ বিএইচকে। সেখানে স্টুডিয়োও রয়েছে। আর একটি ডুপ্লেক্স বিক্রি করছেন অক্ষয় কুমার (Akshay Kumar Sells 2 Flats) । বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। যেখানে তিনি একটি ফ্ল্যাট এবং একটি ডুপ্লেক্স বিক্রি করছেন বলে খবর উঠে আসে।

আরও পড়ুন: Aksahy Kumar in Mahakumbh: সঙ্গমে ডুব অক্ষয়ের, মহকুম্ভের ব্যবস্থাপনায় যোগী সরকারকে 'ক' দিলেন খিলাড়ি

প্রথম ফ্ল্যাটের দাম 

জানা যাচ্ছে, অক্ষয় কুমার বোরিভালি পূর্বে প্রথম ফ্ল্যাটটি কিনেছিলেন ৫.৭৫ কোটি টাকা দিয়ে। যার কার্পেট এরিয়া রয়েছে ১,১০১ স্কয়ার ফিট। সেই সঙ্গে ওই ফ্ল্যাটের সঙ্গে গাড়ি পার্কিংয়ের ২টি এলাকাও রয়েছে।

দ্বিতীয় ডুপ্লক্সের দাম 

দ্বিতীয় ডুপ্লেক্সটি আক্কি কিনেছিলেন ১.৩৫ কোটি টাকায়। যার কার্পেট এরিয়া ২৫২ স্কয়ার ফিট। এবার এই দুটি ফ্ল্যাটই বিক্রি করে দিচ্ছেন বলিউডের খিলাড়ি অভিনেতা।