Aishwarya Rai Bachchan, Abhishek Bachchan (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ মে: কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন  (Aishwarya Rai Bachchan)। আইভরি রঙের বেনারসিতে সেজে, সিঁথিতে সিঁদূর নিয়ে কানে (Cannes 2025) হাজির হন রাই সুন্দরী। যা দেখে ঝড় উঠতে শুরু করে আট থেকে আশির হৃদয়ে। ঐশ্বর্য যখন কানের রেড কার্পেটে মাতিয়ে দিয়েছেন, ভালবাসা কুড়িয়েছেন প্রায় গোটা বিশ্বের, সেই সময় পরিবারের সঙ্গে নৈশভোজে বেরোন অভিষেক বচ্চন। মা জয়া বচ্চনকে সঙ্গে নিয়ে ডিনারে বেরোতে দেখা যায় অভিষেককে। সেই ছবি একাধিক পাপারাৎজ়ির ক্যামেরায় উঠে আসে।

তবে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং জয়া বচ্চনের সঙ্গে ডিনার ডেটে বেরোতে দেখা যায় অভিনেত্রী ডায়না পেন্টিকে (Diana Penty)। যোগেন শাহ-র ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমনই একটি ছবি উঠে আসে। যেখানে ঐশ্বর্য যখন কানের রেড কার্পেট মাতিয়ে দিচ্ছেন, সেই সময় জয়া এবং অভিষেক বচ্চনকে দেখা যায় ডায়নার সঙ্গে ডিনার ডেটে বেরোতে। যা নিয়ে এবার ফের আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: Aishwarya Rai Bachchan In Cannes 2025: কানের লাল গালিচায় ঝড় তুলতে ফ্রান্সে হাজির ঐশ্বর্য, সঙ্গী কন্যা আরাধ্যা, দেখুন ভিডিয়ো

দেখুন অভিষেক বচ্চন এবং ডায়ানা পেন্টির সেই ছবি...

 

 

View this post on Instagram

 

কানের রেড কার্পেটে ঐশ্বর্য...

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত অভিষেক, ঐশ্বর্যর বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গুঞ্জন শোনা যায়। তবে কানের রেড কার্পেটে ঐশ্বর্য যখন ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেন, তাঁকে ভালবাসা জানান দেশের মানুষ। ঐশ্বর্য কানের রেড কার্পেটে হাঁটার সময় মুম্বইতে ডিনার ডেটে অভিষেক এবং ডায়না পেন্টির একসঙ্গে হাজিরা নিয়ে জোর চর্চা চলছে।