মুম্বইঃ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)মুম্বইয়ের ফ্ল্যাটে থাকছেন 'দ্য কেরালা স্টোরি' খ্যাত অভিনেত্রী আদা শর্মা (Adah Sharma)। গতবছর থেকেই গুঞ্জন উঠেছিল, সুশান্তের ফ্ল্যাটটি কিনছেন আদা। তাই-ই সত্যি হল। এ বার পাকাপাকিভাবে ওই ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন অভিনেত্রী। আগামী পাঁচ বছরের জন্য এই ফ্ল্যাটে ভাড়া থাকবেন তিনি, এমনটাই খবর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ফ্ল্যাটে থাকার অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। তিনি জানান, মুম্বইয়ের এই ফ্ল্যাটে শান্তি খুঁজে পান। ইতিবাচক আবহ রয়েছে এই ফ্ল্যাটটিতে তাও জানান।
এই খবরটিও পড়ুনঃ মুম্বইয়ের রাস্তায় বেপরোয়া গতি, ৩ জনকে ধাক্কা, মদ্যপ অবস্থায় আহতদের গালিগালাজের অভিযোগ রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে
আদার কথায়, "প্রায় চার মাস এগে বান্দ্রায় এসেছি। নতুন কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর মথুরা বেড়াতে চলে যাই। এ বার পাকাপাকিভাবে এই ফ্ল্যাটে থাকছি। বেশ ভাল লাগছে। ইতিবাচক একটা আবহ পাচ্ছি। আমার কেরলের বাড়ি গাছপালায় ঘেরা। এই ফ্ল্যাটটিকেও সেভাবেই সাজাব বলে ঠিক করেছি।" নতুন ঠিকানাকে মনের মতো করে সাজিয়ে তোলার কাজও শুরু করে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, আগের বাড়ি থেকে সমস্ত গাছ নিয়ে এসেছেন তিনি। সে সব দিয়েই একটু-একটু করে সাজিয়ে তুলছেন সাধের ফ্ল্যাট।সূত্রের খবর, সুশান্তের মৃত্যুর পর ওই ফ্ল্যাটে ভাড়াটিয়া খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনবছর তালা বন্ধ অবস্থাতেই পড়েছিল ফ্ল্যাটটি।
"This Place Gives Me Positive Vibes": Adah Moves Into Sushant's Mumbai House https://t.co/j9taAskuVW pic.twitter.com/G6Arvk4Ths
— NDTV Movies (@moviesndtv) June 3, 2024