Tamannaah Bhatia, Virat Kohli (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ অগাস্ট: বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে সম্পর্ক এবং পাকিস্তানি ক্রিকেটার (Pakistani Cricketer) আবদুল রজ্জাককে (Abdul Razzaq) বিয়ে করেছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। বহুদিন ধরে জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে এমন গুঞ্জনে তোলপাড় শুরু হয়েছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন নিয়ে এবার মুখ খুলতে দেখা যায় তামান্নাকে।

তামান্না ভাটিয়ার সঙ্গে পাক ক্রিকেটর আবদুল রজ্জাকের নাম নিয়ে নিয়ে কী চলছে 

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তাঁকে নিয়ে চলা নানা ধরনের গুঞ্জনের বিষয়ে  মুখ খোলেন তামান্না ভাটিয়া। কার্যত বিরক্তি প্রকাশ করেন তিনি। এই ধরনের গুঞ্জন কতটা বিরক্তি এবং বিপাকে ফেলে তাঁকে, তা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

তামান্না বলেন, ২০২০ সালে একটি গয়নার দোকানে আবদুল রজ্জাকের সঙ্গে দেখা হয় তাঁর। সেই ছবি প্রকাশ্যে এলে, বিয়ে নিয়ে নানা গুজব ছড়ানো হয়।

তামান্না আরও বলেন, আবদুল রজ্জাক বিবাহিত। তাঁর ২,৩ ছেলে মেয়ে রয়েছে। তাই আবগুল রজ্জাকের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে যখন গুঞ্জন ছড়ায়, তাতে তিনি খুব বিরক্ত হন বলে জানান।

বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন 

বিরাট কোহলির সঙ্গে তিনি একবার একটি বিজ্ঞাপন শ্যুট করেন। তারপর থেকেই না কখনও বিরাটের সঙ্গে তিনি কথা বলেছেন, না কখনও তাঁর সঙ্গে দেখা হয়েছে। বিরাট কোহলিকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন না বলেও স্পষ্ট জানান তামান্না ভাটিয়া।

এই ধরনের গুঞ্জন সব সময় তাঁকে বিপাকের মধ্যে ফেলে। তিনি বিরক্ত হন বলেও জানান তামান্না। যার সঙ্গে কোনও সম্পর্ক নেই, কেন তাঁর নাম জড়িয়ে নিয়ে তাঁর কথা বলা হয়, তা বুঝে উঠতে পারেন না। তাই এই ধরনের গুঞ্জন বা ভুয়ো খবর যাতে কেউ না ছড়ান, সে বিষয়ে একাধিকবার আবেদন জানাতে শোনা যায় তামান্না ভাটিয়াকে।