Dipika Kakar With Family (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ মে: ছোট্ট রুহান (Ruhaan) এখনও বোঝে না, মা কোথায় বা মায়ের কী হয়েছে। শুধু এইটুকু বুঝতে পারে, মায়ের শরীর ভাল নেই। তাইতো দীপিকার (Dipika Kakar) লিভার ক্যানসার ধরা পড়ার পর রুহান যেন অনেকটা বড় হয়ে গিয়েছে। তার ব্যবহারেও বুদ্ধিদীপ্ত ছেলের পরিচয় মিলছে। এমনই জানালেন দীপিকা কাকর এবং তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম। দীপিকা এবং শোয়েবের ছেলে রুহানও তাই মায়ের জন্য সবাইকে প্রার্থনা করার কথা বলছে। সবার প্রার্থনায় মা যাতে ভাল হয়ে যান, সেই আবেদন ছোট্ট রুহানকেও করতে শোনা যায় বলে জানান শোয়েব, দীপিকা।

শুধু তাই নয়, এই মুহূর্তে রুহান আর স্তন্যপান করতেও পারছে না। তাই রুহান এক ধাক্কায় অনেকটা বড় হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন শোয়েব ইব্রাহিম।

আরও পড়ুন: Dipika Kakar Stage 2 Cancer: স্টেজ ২ লিভার ক্যান্সারে ভুগছেন দীপিকা কক্কর, সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার কথা জানালেন নিজেই

দীপিকা কী বললেন রুহানকে নিয়ে 

দীপিকা জানান, রুহান বুঝতে পেরেছে যে মা ভাল নেই। দিনে একবার করে এখন রুহান মায়ের কাছে যায়। তবে কান্নাকাটি করে না। রুহান বুঝতে পারছে যে মা ভাল নেই। সেই মতই রুহান ব্যবহার করছে বলে জানান দীপিকা।

টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ দীপিকা কাকর। প্রথম বিয়ের পর বিচ্ছেদ হয়ে যায় দীপিকার। এরপর শোয়েব ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন। সম্প্রতি দীপিকার কোল আলো করে আসে রুহান। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ করেই দীপিকার পেটে টিউমার ধরা পড়ে। জানা যায়, দীপিকা লিভার ক্যানসারের (Cancer) দ্বিতীয় স্টেজে রয়েছেন। দীপিকার অসুস্থতার কথা শুনে তাঁর ভাল হওয়ার জন্য প্রার্থনা জানান তামাম তারকারা। গওহর খান থেকে অভিকা গৌর, প্রত্যেকে দীপিকার জন্য প্রার্থনা করেন।

সম্প্রতি হিনা খানও (Hina Khan) ক্যানসারে আক্রান্ত হন। হিনার পর এবার দীপিকা কাকরও ক্যানসারে আক্রান্ত বলে জানা যায়।