Devoleena Bhattacharjee (Photo Credit: Instagram)

মুম্বই, ৩১ জুলাই: এবার ফের কড়া কটাক্ষের মুখে দেবলীনা ভট্টাচার্য  (Devoleena Bhattacharjee)। কপালে তিলক পরে কেন চিকেন (Chicken) বা মাংসের স্টু খাচ্ছেন অভিনেত্রী,তা নিয়ে প্রশ্ন তোলা হয়। কপালে তিলক পরে, আমিষ খাওয়ায় কার্যত কড়া কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়তে দেবলীনা ভট্টাচার্যকে (Devoleena Bhattacharjee Faces Trolled)। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেবলীনা ভট্টাচার্যকে একের পর এক আক্রমণের মুখে পড়তে হয়। যদিও অভিনেত্রীকে এ বিষয়ে পালটা মুখ খুলতে দেখা যায়নি এখনও পর্যন্ত। তবে অভিনেত্রীর অনুরাগীরা আক্রমণকারীদের পালটা জবাব দিয়েছেন। খাবারের পছন্দ যাঁর যাঁর নিজস্ব। তা নিয়ে কারও কথা বলা বা মন্তব্য করা উচিত নয় বলে মত প্রকাশ করেন অনেকে। ফলে দেবলীনা ভট্টাচার্যের বিরুদ্ধে সমালোচনা জোরদার হলেও, তাঁর স্বপক্ষে কথা বলার মানুষও যে নেহাত কম নয়, তা স্পষ্ট করে দেন পর্দার 'গোপী বহু'।

প্রসঙ্গত শাহনওয়াজ় খানকে বিয়ের সময় থেকে অসমের (Assam) বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্যকে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয়। ভিন ধর্মে বিয়ের পর দেবলীনার সন্তানকে লক্ষ করেও একের পর এক অশ্লীল মন্তব্য করেন নেটিজেনদের একাংশ। ছোট্ট একরত্তিকে নিয়ে যেভাবে কটাক্ষ এবং সমালোচনা করা হয়, তার পালটা জবাব দিতে দেখা যায় অভিনেত্রীকে।

সবকিছু মিলিয়ে অভিনেতা, অভিনেত্রীদের যেভাবে কটাক্ষ করা হয়, তাঁদের বিরুদ্ধে সমালোচনা করা হয়, দেবলীনা ভট্টাচার্য তার বাইরে নন বলেই মনে করছেন অনেকে।

দেবলীনা ভট্টাচার্যের মত মমতা শঙ্করকে কটাক্ষ এবং তার জবাব 

সম্প্রতি বাংলার মমতা শঙ্করকে (Mamata Shankar) নিয়ে নানা কটাক্ষ, কুমন্তব্য করেন অনেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। 'স্যানিটারি ন্যাপকিন বাবাকে দিয়ে আনাতে পারব না' বলে মমতা শঙ্কর যে মন্তব্য করেন, তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ। মমতা শঙ্করকে যখন একের পর এক কটাক্ষ করা হয়, তখন বর্ষীয়ান অভিনেত্রীর হয়ে মুখ খোলেন সুদীপা চট্টোপাধ্যায়। তিনি বলেন, তারকাদের কেন সব সময় 'সফট টার্গেট' করা হয়? তারকারা কেন নিজেদের মত করে সব সময় মত প্রকাশ করতে পারবেন না বলেও প্রশ্ন তোলেন সুদীপা।