মুম্বই, ৪ অক্টোবর: অটো চালক (Actress Alleges Assault In Mumbai) হেনস্থা করেছেন। মেয়ের স্কুলের কাছে একটি জায়গায় অটো চালকের হাতে হেনস্থা হতে হয়েছে তাঁকে। এমনই অভিযোগ করলেন মুম্বইয়ের এক অভিনেত্রী। শামিম আকবর আলি নামে এক অভিনেত্রীর অভিযোগ, মুম্বইয়ের এক অটো চালক তাঁকে হেনস্থা করেছেন।
ঘটনার সূত্রপাত গত শনিবার দুপুর। শনিবার দুপুরে শামিম (Shamim Akbar Alli) যখন মেয়ের স্কুলের কাছে যান, সেই সময় অটো চালকের হাতে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই অভিনেত্রীর হাত মুচড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর ৫ বছরের সন্তানের সামনে অভিনেত্রীর হাত মুচড়ে দেন অটো চালক। গত শনিবারের ওই ঘটনা নিয়ে এরপর মুম্বইয়ের মীরা রোড থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে খবর, মীরা রোডের পূর্ব দিকের বাসিন্দা শামিম। শনিবার ২.৪৫ নাগাদ শামিম জিম থেকে বেরিয়েছিলেন। জিম থেকে বেরিয়ে শামিম একটি অটো বুক করেন, মেয়ের স্কুলের দিকে যাওয়ার জন্য। আর ওই সময়ই অটো চালকের হাতে তাঁকে হেনস্থা হতে হয় বলে অভিযোগ।
অটো চালককে কেন মাঝ পথে দাঁড় করানো হয়েছে, তা নিয়ে শামিমের সঙ্গে ওই ব্যক্তির বচসা শুরু হয়। এরপরই অটো চালক অভিনেত্রীর হাত মুচড়ে দেন বলে অভিযোগ। অটোয় বসে থাকা অবস্থায় শামিমের মেয়ের সামনে তাঁর হাত মুচড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই অভিনেত্রী। যা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছো শোরগোল।
পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁরা অভিনেত্রীর অভিযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে ওই অটো চালকের কোনও বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি।